
ছবি: সংগৃহীত
মিশিগানে অত্যন্ত আনন্দঘন পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ইসলামিক কালচারাল সংগঠন ‘ইহদিনা’ (HIDINA) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ এপ্রিল (রোববার) মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিস্থ বানকুয়েট হলে (আইহনা মসজিদ) অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্যবৃন্দ, কমিউনিটির ব্যক্তিবর্গ, ইহদিনা টিমসহ বহু শুভানুধ্যায়ী।
অনুষ্ঠানে ক্বিরাত, নাশিদ পরিবেশনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ইহদিনার লক্ষ্য-ভিশন নিয়ে বক্তব্য রাখেন দায়িত্বশীল নানা পেশার ব্যক্তিবর্গ। এছাড়া ছিল নানা হালাল বিনোদনমূলক আয়োজনও। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শ্রেষ্ঠ ৩ জনকে পুরস্কৃত করা হয়।
ইহদিনা নামে জনপ্রিয় এই কালচারাল সংগঠনের এই পুনর্মিলনী অনুষ্ঠানটি ছিল বেশ অর্থবহ ও হৃদয়ছোঁয়া এক অনবদ্য প্রাণচাঞ্চল্যের ঈদ পূর্ণমিলনী। সংশ্লিষ্ট আয়োজকগণ জানিয়েছেন, এমন আয়োজন ভবিষ্যতে আরও চমৎকারভাবে, বড় পরিসরে কমিউনিটির জন্য উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
অনুষ্ঠান শেষে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ, মানবতা সম্মুন্নত রাখার প্রার্থনা জানিয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে ইহদিনার পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিদেরকে জানানো হয় শুভেচ্ছা ও ঈদ মোবারক। একই সময় ইহদিনার সার্বিক কার্যক্রমে পাশে থাকার জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
রফিকুল হাসান চৌধুরী তুহিন/রাকিব