ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ইসরায়েলকে মোকাবিলায় ৩০ হাজার যোদ্ধা নিয়োগ হামাসের, নেতানিয়াহু কী ভাবছে?

প্রকাশিত: ২১:০৯, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:১০, ২১ এপ্রিল ২০২৫

ইসরায়েলকে মোকাবিলায় ৩০ হাজার যোদ্ধা নিয়োগ হামাসের, নেতানিয়াহু কী ভাবছে?

ছবি: সংগৃহীত

সৌদি চ্যানেল আল আরাবিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল-কাসসাম ব্রিগেড গাজা থেকে প্রায় ৩০,০০০ যুবককে নিজেদের দলে নিয়েছে। অধিকাংশ যুবক আগে গোপন প্রশিক্ষণ শিবিরে গেরিলা যুদ্ধ, রকেট ছোঁড়া ও বোমা পুঁতে রাখার মতো কার্যকলাপে প্রশিক্ষণ নিয়েছে বলে জানানো হয়েছে।

তবে প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতেও সেই শিবিরগুলো চালু আছে কি না।

প্রতিবেদন অনুসারে, হামাস বর্তমানে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ঘাটতিতে ভুগছে। তারা আইডিএফ-এর অবিস্ফোরিত অস্ত্রসহ বিভিন্ন ধ্বংসাবশেষ পুনঃব্যবহার করে স্থানীয়ভাবে বোমা ও অন্যান্য অস্ত্র তৈরি করছে।

এদিকে, গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গতকাল অন্তত ২৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। ইসরায়েল জানায়, ১৮ মার্চ থেকে তারা গাজায় ১,৪০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

যুদ্ধের শুরুর (৭ অক্টোবর ২০২৩) পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, ৫১,০০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন, যদিও এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

জাতিসংঘসহ বিভিন্ন মানবিক সংস্থা সতর্ক করেছে, গাজায় সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা এবং খাদ্য ও ওষুধের সংকটে হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা মার্কিন রাষ্ট্রদূতের কাছে গাজা সফরের আহ্বান জানিয়েছেন, যেন তিনি সরেজমিনে পরিস্থিতি দেখতে পারেন।

 

সূত্র: https://www.timesofisrael.com/hamas-said-to-recruit-30000-gaza-youths-into-its-military-wing/

আবীর

×