ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ফরাসি এমপিদের ভিসা বাতিল করল ইসরাইল

প্রকাশিত: ২০:২৮, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৩২, ২১ এপ্রিল ২০২৫

ফরাসি এমপিদের ভিসা বাতিল করল ইসরাইল

ইসরাইল সরকার ২৭ জন ফরাসি বামপন্থি আইনপ্রণেতা এবং স্থানীয় কর্মকর্তাদের ভিসা বাতিল করেছে। রবিবার ইসরাইল এবং ফিলিস্তিনি অঞ্চল সফর শুরু করার দুই দিন আগে প্রতিনিধি দলের ভিসা বাতিল করেছে বলে জানায় ওই দলটি। সোমবার প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ক্ষমতাসীন লেবার পার্টির দুই ব্রিটিশ সংসদ সদস্যকে ইসরাইলে প্রবেশে বাধা দেওয়ার মাত্র কয়েকদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো। ফ্রান্স শীঘ্রই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের পর সৃষ্ট কূটনৈতিক উত্তেজনার মধ্যে এটি ঘটেছে। ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যে গাজার পরিস্থিতি নিয়ে ম্যাক্রোঁ নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন।
ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ জনের ভিসা বাতিল করা হয়েছে এমন একটি আইনের অধীনে যা কর্তৃপক্ষকে ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতে পারে এমন ব্যক্তিদের নিষিদ্ধ করার অনুমতি দেয়।

প্যানেল

×