ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ইসরাইলি হামলা, গাজায় নিহত ৩৩

প্রকাশিত: ২০:২৫, ২১ এপ্রিল ২০২৫

ইসরাইলি হামলা, গাজায় নিহত ৩৩

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের এক মাস পেরোলেও এখনো নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। নিরীহ বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে চলছে অবিরত বিমান হামলা। গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় ভোরে দক্ষিণ গাজায় বানি সুহেইলার একটি বাড়িতে বিমান হামলা চালায় তেল আবিব। যাতে মৃত্যু হয় কমপক্ষে তিনজনের। এর আগে, রাতভর বোমাবর্ষণ চলে রাফা, খান ইউনিস, জাবালিয়াসহ একাধিক স্থানে। এ ছাড়াও আল মাওয়াসি ক্যাম্পসহ নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোতে নিরন্তর বোমাবর্ষণ করছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) সেনারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের সাম্প্রতিক হামলায় আরও ১৪৫ জন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গাজায় ইসরাইলি আগ্রাসনে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৬৯ জনে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকা পড়ে রয়েছেন। কারণ উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারছে না। ইসরাইলি সেনাবাহিনী গত ১৮ মার্চ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালায়, যাতে ১ হাজার ৮২৭ জন নিহত ও ৪ হাজার ৮২৮ জন আহত হন।

প্যানেল

×