
ছবি: সংগৃহীত
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আবারও সমালোচনার মুখে পড়েছেন, কারণ তিনি ইয়েমেনে মার্কিন বিমান হামলা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য একটি ব্যক্তিগত সিগনাল গ্রুপ চ্যাটে শেয়ার করেছেন বলে জানিয়েছে সিবিএস ও নিউইয়র্ক টাইমস।
“Defense | Team Huddle” নামের গ্রুপটি হেগসেথ নিজেই তৈরি করেন, যেখানে সদস্য হিসেবে ছিলেন তার স্ত্রী, ভাই এবং ব্যক্তিগত আইনজীবী—যাদের কেউই এই ধরনের সামরিক তথ্য জানার প্রয়োজনীয় দায়িত্বে নেই।
১৫ মার্চ পাঠানো মেসেজে এফ/এ-১৮ হর্নেট ফাইটার জেটের ফ্লাইট সূচি এবং হুথি লক্ষ্যবস্তুর ওপর হামলার পরিকল্পনা শেয়ার করা হয়। এর আগে, আরও একটি সিগনাল গ্রুপে সামরিক তৎপরতা নিয়ে আলোচনা চলছিল, যেখানে ভুলবশত একজন সাংবাদিককেও যুক্ত করা হয়েছিল।
হোয়াইট হাউজ দাবি করেছে, কোনো গোপন নথি বা শ্রেণিবদ্ধ তথ্য সেখানে ভাগ করা হয়নি। তবে সাবেক প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, এমন প্ল্যাটফর্মে সামরিক তথ্য বিনিময় মার্কিন সেনা ও অভিযানের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, যদিও সিগনাল অ্যাপে বার্তাগুলো এনক্রিপ্টেড, তবুও এটি সরকারি নিরাপদ চ্যানেলের বিকল্প হতে পারে না—বিশেষ করে যদি ফোন কোনো ভুল হাতে পড়ে যায় বা গ্রুপে অনুপযুক্ত কেউ যুক্ত হয়।
এছাড়া, এই ঘটনা এমন এক সময়ে ঘটছে, যখন হেগসেথ $৮৯২ বিলিয়ন ডলারের পেন্টাগন বাজেট পরিচালনা করছেন এবং সম্প্রতি তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন "অননুমোদিত তথ্য ফাঁস" অভিযোগে—যা তারা অস্বীকার করেছেন।
প্রাক্তন মুখপাত্র জন উলিয়ট 'পলিটিকোতে' এক মতামত কলামে লেখেন, পেন্টাগনে বর্তমানে “সম্পূর্ণ বিশৃঙ্খলা” চলছে।
এদিকে, হুথিদের রেড সি ও অ্যাডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ হামলায় অন্তত ৭৪ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছে বলে হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। হুথি সরকার এ হামলাকে “যুদ্ধাপরাধ” বলে আখ্যায়িত করেছে।
: https://www.bbc.com/news/articles/c4g8r701lrno
আবীর