ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মৃত্যুর পূর্বে ফিলিস্তিন নিয়ে যে বার্তা দিয়েছিলেন পোপ ফ্রান্সিস

প্রকাশিত: ১৭:৪৩, ২১ এপ্রিল ২০২৫

মৃত্যুর পূর্বে ফিলিস্তিন নিয়ে যে বার্তা দিয়েছিলেন পোপ ফ্রান্সিস

ছবি: সংগৃহীত

মৃত্যুর আগের কয়েক মাসে ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে ক্রমশ কঠোর অবস্থান নিতে শুরু করেন পোপ ফ্রান্সিস, যা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়।

গত ডিসেম্বর, ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ একটি ব্যতিক্রমী নাটিভিটি সিন (যীশুর জন্মদৃশ্য) উন্মোচন করেন, যেখানে শিশু যীশুকে ফিলিস্তিনি কেফিয়েহ মোড়ানো অবস্থায় দেখানো হয়। 'নাটিভিটি অব বেথলেহেম ২০২৪' শিরোনামের এই শিল্পকর্মটি তৈরি করেন বেথলেহেমের দুই শিল্পী, জনি আন্দোনিয়া ও ফাতেন নাসতাস মিতওয়াসি।

এই দৃশ্যটি তীব্র সমালোচনার মুখে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইসরায়েলপন্থী সংগঠন ‘প্রোক্লেইমিং জাস্টিস টু দ্য নেশনস’-এর সভাপতি লরি কারডোজা-মুর বলেন, “এটি যীশু, বাইবেল এবং বেথলেহেম থেকে পালিয়ে যাওয়া ৮০% খ্রিস্টানের প্রতি অপমান। যীশু একজন ইহুদি ছিলেন, ফিলিস্তিনি নন।”

গত নভেম্বরেও পোপ ফ্রান্সিস ইসরায়েলের গাজা আগ্রাসনকে সম্ভাব্য ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করার আহ্বান জানান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, গাজায় যা ঘটছে, তাতে গণহত্যার উপাদান রয়েছে। এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী ‘গণহত্যা’র সংজ্ঞায় পড়ে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত।”

এই বক্তব্যগুলো পোপের পক্ষ থেকে ইসরায়েল-বিরোধী সবচেয়ে স্পষ্ট ও দৃঢ় অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে।

 

সূত্র: https://www.jpost.com/israel-news/article-850893

আবীর

×