ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পোপ ফ্রান্সিস আর নেই, বিশ্বজুড়ে শোকের ছায়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৪৬, ২১ এপ্রিল ২০২৫

পোপ ফ্রান্সিস আর নেই, বিশ্বজুড়ে শোকের ছায়া

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক খ্রিষ্টানদের কাছে শ্রদ্ধেয়, উদার এবং যুগান্তকারী যেসব যিশুইট পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং ভ্যাটিকানে শুরু হচ্ছে নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি।

ভ্যাটিকানের ক্যামেরলেনগো কার্ডিনাল কেভিন ফেরেল বলেন, "আজ সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস পিতার ঘরে ফিরে গেছেন। তাঁর জীবন ছিল প্রভু ও চার্চের সেবায় উৎসর্গীকৃত।"

দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন ফ্রান্সিস। তরুণ বয়সে একটি ফুসফুসের অংশ অপসারণ করা হয়েছিল। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি শ্বাসযন্ত্রের জটিলতা নিয়ে তাঁকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়, যা পরে ডাবল নিউমোনিয়ায় রূপ নেয়। সেখানেই তিনি টানা ৩৮ দিন চিকিৎসাধীন ছিলেন, তাঁর ১২ বছরের পোপজীবনের মধ্যে সবচেয়ে দীর্ঘ হাসপাতাল-পর্ব।

২৩ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ২০ এপ্রিল ইস্টার উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যই ছিল তাঁর শেষ প্রকাশ্য উপস্থিতি। এর আগের দিন তিনি রোমের রেজিনা কোয়েলি কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করেন এবং আরও আগে সেন্ট পিটার্স বাসিলিকায় হঠাৎ গিয়ে প্রার্থনায় অংশ নেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, "আমি তাঁর বন্ধুত্ব, পরামর্শ ও শিক্ষার সৌভাগ্য পেয়েছি—যা দুঃসময়ে কখনোই ব্যর্থ হয়নি।" রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি বলেন, "রোম, ইতালি ও বিশ্ব আজ শোক করছে এক অসাধারণ মানুষের মৃত্যুতে—একজন বিনয়ী ও সাহসী পাদরি যিনি সবার হৃদয়ে পৌঁছাতে পেরেছিলেন।"

পোপ ফ্রান্সিস অতিসাধারণ জীবনের পক্ষে ছিলেন। তিনি গত বছর পোপীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা সরলীকরণ করেন এবং আগেই ঘোষণা দেন যে, রোমের এসকুইলিনো অঞ্চলের সান্তা মারিয়া মায়োরে বাসিলিকায় তাঁর সমাধি হবে। সাধারণত পোপদের দাফন হয় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকার নিচের গুহায়।

তাঁর মৃত্যুতে ক্যাথলিক চার্চে নেতৃত্ব পরিবর্তনের পালা শুরু হচ্ছে। বিশ্বজুড়ে নির্বাচনী ক্ষমতাসম্পন্ন প্রায় ১৩৮ জন কার্ডিনাল ভ্যাটিকানে জড়ো হবেন গোপন ভোটাভুটির মধ্য দিয়ে নতুন পোপ নির্বাচন করতে। সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় ইতালির প্রগতিশীল কার্ডিনাল মাত্তেও জুপ্পি, ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট পিয়েত্রো পারোলিন এবং ফিলিপাইনের কার্ডিনাল লুইস আন্তোনিও টাগলের নাম ঘুরেফিরে আসছে।

তাঁর প্রয়াণে ভ্যাটিকানের অভ্যন্তরীণ বিভাজন আরও প্রকট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রক্ষণশীল গোষ্ঠী সুযোগ নিতে চাইবে সংস্কারবাদীদের দখল থেকে গির্জার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে।

১২ বছর পোপ থাকার সময় তিনি ছিলেন দারিদ্র্যপীড়িত, নিপীড়িত ও প্রান্তিক মানুষের পক্ষে সোচ্চার কণ্ঠ। তিনি করপোরেট লোভ ও সামাজিক বৈষম্যের কঠোর সমালোচক ছিলেন। ভ্যাটিকানের ভেতরেই তিনি বিলাসিতা ও বিশেষাধিকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং চার্চ নেতাদের বিনয়ী হওয়ার আহ্বান জানান।

১৯৩৬ সালে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে জন্ম নেওয়া হোর্হে মারিও বার্গোগ্লিও ২০১৩ সালের মার্চে পোপ নির্বাচিত হন। প্রথম দিনেই তিনি পোপীয় গাড়ির বদলে সাধারণ বাসে হোটেলে ফিরে যান এবং নিজেই বিল পরিশোধ করেন। এরপর থেকে বিলাসবহুল পোপীয় অ্যাপার্টমেন্টের পরিবর্তে ভ্যাটিকানের অতিথি ভবন কাসা সান্তা মার্তায় বসবাস শুরু করেন। প্রথম ভাষণে তিনি বলেছিলেন, "আমি চাই দরিদ্রদের জন্য এক দরিদ্র চার্চ।"

তিনি বারবার বিশ্বব্যাপী দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। বেপরোয়া পুঁজিবাদকে তিনি অভিহিত করেন "শয়তানের গোবর" হিসেবে। দায়িত্ব নেওয়ার দুই বছরের মাথায় তিনি পরিবেশ নিয়ে ১৮০ পৃষ্ঠার একটি এনসাইক্লিকাল প্রকাশ করেন, যেখানে ধনী দেশগুলোকে দরিদ্রদের প্রতি তাদের "গুরুতর সামাজিক ঋণ" শোধ করার আহ্বান জানান।

তিনি শরণার্থীদের প্রতি সহানুভূতি ও উদারতা দেখাতে বিশ্বকে আহ্বান জানান। গ্রিসের লেসবস দ্বীপ থেকে ১২ জন সিরীয় শরণার্থীকে তিনি ভ্যাটিকানে আশ্রয় দেন। বন্দি, আধুনিক দাসত্বের শিকার ও মানবপাচারের শিকারদের জন্য তিনি নিয়মিত সোচ্চার ছিলেন। এমনকি সম্প্রতি হাসপাতালে থাকার সময়ও তিনি গাজার হোলি ফ্যামিলি চার্চে নিয়মিত ফোন করে খোঁজ নিয়েছেন, একটি অভ্যাস যা তিনি শুরু করেন ২০২৩ সালের ৯ অক্টোবর থেকে।
 

শহীদ

×