
ছবিঃ সংগৃহীত
আগামী জুনেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো এই তথ্য জানিয়েছেন।
বুধবার এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া সঠিক মনে করছেন তিনি। তাই ফিলিস্তিনের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে চান। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যাতে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সে বিষয়েও চেষ্টার ইঙ্গিত দেন তিনি। বিশ্বের প্রায় ১৫০ দেশ ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দিলেও পরাশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান কেউই দেয়নি। অন্যদিকে স্বীকৃতি দেয়নি সৌদি-আরব, ইরান, ইরাক, ইয়েমেন ও সিরিয়া।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো বলেন, ‘আমাদের ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পদক্ষেপ নেয়া উচিৎ। এবং সামনেই তা করবো। কোনো ঐক্য বা কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। সঠিক মনে করেছি বলেই এই পদক্ষেপ নিচ্ছি।’
সূত্র: https://www.youtube.com/watch?v=9va35K72fuQ
মুমু