
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ—যেগুলো ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত—যোগাযোগ স্থাপনকারী রেল প্রকল্প স্থগিত করেছে ভারত।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিরতা’র কারণ দেখিয়ে প্রায় পাঁচ হাজার কোটি রুপির এই প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ আপাতত বন্ধ রেখেছে নয়াদিল্লি।
এই সিদ্ধান্তের ফলে বর্তমানে চলমান তিনটি রেল প্রকল্প এবং পাঁচটি নতুন স্থানে জরিপকাজ থেমে গেছে। প্রকল্পগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে বাংলাদেশের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে যুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এসব উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিলিগুড়ি করিডরের (যেটিকে 'চিকেন নেক' নামে পরিচিত) ওপর নির্ভরতা কমানো—কারণ সেটিই ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র স্থলপথ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দ্য হিন্দু-কে জানান, “এই মুহূর্তে আমরা বাংলাদেশে কোনো নির্মাণসামগ্রী পাঠাচ্ছি না, কিংবা নতুন কোনো কাজও শুরু করছি না। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত এই প্রকল্প পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই।”
তবে তিনি আরও জানান, প্রকল্পের ভারত অংশে কাজ চলমান রয়েছে।
এদিকে, ভারতের পরবর্তী কৌশল হিসেবে বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মধ্য দিয়ে বিকল্প রেলপথ নির্মাণের চিন্তা-ভাবনা চলছে। এতে আনুমানিক ৩৫০০ থেকে ৪০০০ কোটি রুপির একটি নতুন সংযোগ প্রকল্প হতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যে উত্তর ভারতের রেল অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের দিকেও নজর দিয়েছে নয়াদিল্লি।
এই প্রকল্প স্থগিতের ফলে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আপাতত অনিশ্চয়তায় পড়েছে।
এম.কে.