
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আরও শক্তিশালী হয়ে উঠছে। এবার সংগঠনটি গাজা উপত্যকায় নতুন করে ৩০ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।
নতুন এই যোদ্ধারা হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডে যুক্ত হয়েছেন। আল আরাবিয়া জানায়, তাদেরকে গোপন সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে এদের অধিকাংশের রয়েছে শুধু শহুরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপনের সীমিত অভিজ্ঞতা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা দখলের চেষ্টা করছে ইসরাইল। দেড় বছরের বেশি সময় ধরে চলা এই বর্বর হামলা সত্ত্বেও এখনো পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি তেলআবিব। একইসাথে তারা গাজায় আটক ইসরাইলিদের মুক্ত করতে চেষ্টারত রয়েছে।
আসিফ