ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানি টিকটক তারকা সামিয়ার ব্যক্তিগত ভিডিও ফাঁস !

প্রকাশিত: ২২:১০, ২০ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১২, ২০ এপ্রিল ২০২৫

পাকিস্তানি টিকটক তারকা সামিয়ার ব্যক্তিগত ভিডিও ফাঁস !

ছবি: সংগৃহীত

পাকিস্তানে টিকটক তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা বেড়েই চলেছে। এর আগে মিনাহিল মালিক, ইমশা রেহমান ও মরিয়ম ফয়সালের মতো বেশ কয়েকজন জনপ্রিয় টিকটকার এমন ঘটনার শিকার হয়েছেন। সমালোচনার পাশাপাশি কিছু ক্ষেত্রে আইনি পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। তবুও থেমে নেই এ ধরনের বিতর্কিত ঘটনা।

সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে এসেছেন আরেক জনপ্রিয় টিকটকার সামিয়া হিজাব। ‘রিশতা পাকা রিশতা পাকা’ ট্রেন্ডের মাধ্যমে পরিচিতি পাওয়া এই কনটেন্ট ক্রিয়েটরের নামে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইন প্ল্যাটফর্মে। বিষয়টি ঘিরে ভক্তদের মাঝে ক্ষোভ ও আলোড়ন তৈরি হয়েছে।

সামিয়া অভিযোগ করেছেন, তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ইচ্ছাকৃতভাবে ফাঁস করেছে তার সাবেক প্রেমিক, প্রতিশোধমূলক উদ্দেশ্যে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ভিডিওটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বানানো হয়েছে। সামিয়ার ভাষায়, "এই ভিডিওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটি আমি নই।"

এ ছাড়া, সামিয়া তার অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা এমন ভুয়া ও ভিত্তিহীন কনটেন্টে বিশ্বাস না করেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, খুব শিগগিরই ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করবেন এবং ভিডিও তৈরিতে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।

আসিফ

×