
ছবি: সংগৃহীত
গাজার স্বাস্থ্যব্যবস্থা এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিবিসির একটি প্রতিবেদনে এমন মন্তব্য করেছেন গাজার ছোট একটি ক্লিনিকের চিকিৎসক ডা. উইসাম সুক্কার। এদিকে জাতিসংঘ জানিয়েছে গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে আংশিকভাবে কিছুটা কার্যকর রয়েছে মাত্র ২১টি। এমন পরিস্থিতিতে এমএসএফ পরিচালিত ছোট একটি ক্লিনিকই এখন হাজারো রোগীর ভরসা।
ক্লিনিকটির চিকিৎসক ডা. উইসাম সুক্কারের মতে, "আমরা বহু জটিল রোগী পাই কিন্তু রেফার করার মতো আর কোনো হাসপাতাল নেই।"
তিনি বলেন সম্প্রতি আল-আহলি হাসপাতাল ধ্বংস হওয়ার পর উত্তর গাজায় কার্যত আর কোনো বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র অবশিষ্ট নেই। "আমরা দিনের পর দিন চিকিৎসা করছি, ছোট্ট এই ক্লিনিকটিতে প্রয়োজনীয় ওষুধের মারাত্মক সংকট চলছে। নেই ইনসুলিন, নেই জ্বরের ওষুধ, নেই চর্মরোগের ক্রিম। "যেসব ওষুধ আসছে তা দুই সপ্তাহের বেশি থাকছে না। সবমিলিয়ে গাজায় চিকিৎসা ব্যবস্থা ধসে পড়েছে।
সূত্র: https://www.bbc.com/news/articles/ckgekpvj3rko
রবিউল হাসান