ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

গাজায় ৩০ হাজার নতুন যোদ্ধা নিয়োগ 

প্রকাশিত: ১৭:৩৪, ২০ এপ্রিল ২০২৫

গাজায় ৩০ হাজার নতুন যোদ্ধা নিয়োগ 

ছবি: সংগৃহীত

গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডে প্রায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন এই যোদ্ধাদের গোপন সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদিও তারা শহুরে যুদ্ধ, রকেট ছোড়া এবং বিস্ফোরক বসানো—এই তিনটি দক্ষতাতেই সীমাবদ্ধ বলে জানিয়েছে আল আরাবিয়া। অন্যান্য সামরিক কৌশলে তাদের তেমন অভিজ্ঞতা নেই বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই যোদ্ধাদের কবে নিয়োগ দেওয়া হয়েছে—সে সম্পর্কে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধের প্রেক্ষাপটেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। দেড় বছরের বেশি সময় ধরে চালানো ভয়াবহ হামলার পরও গাজা পুরোপুরি দখল করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী। তারা এখনও পর্যন্ত হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতেও সফল হয়নি। তবে সাম্প্রতিক সময়ে গাজা-ইসরায়েল সীমান্তবর্তী বেশ কিছু অঞ্চল দখল করতে সক্ষম হয়েছে দখলদার ইসরায়েল।

সূত্র: টাইমস অব ইসরায়েল 

ফারুক

×