
ছবি সংগৃহীত
ইয়েমেনের হোদেইদা প্রদেশে অবস্থিত রাস ঈসা বন্দর ও বিমানবন্দরে একযোগে ১৩টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলা পূর্বের হামলার ঠিক দুই দিন পর সংঘটিত হয়, যেখানে অন্তত ৮০ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়। হুথি-সংশ্লিষ্ট টিভি চ্যানেল আল মাসিরাহ এসব তথ্য জানিয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানী সানার আল-থাওরা, বানি মাতার ও আল-সাফিয়াহ জেলাতেও হামলার খবর পাওয়া গেছে, যেখানে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে আল মাসিরাহ।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্কিন এই বিমান হামলা নিয়ে "গভীর উদ্বেগ" প্রকাশ করেছেন। তার মুখপাত্র স্টেফান ডুজারিক জানিয়েছেন, এই হামলায় বেসামরিক মানুষের মৃত্যু ছাড়াও পাঁচজন মানবিক সহায়তাকর্মী আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলার উদ্দেশ্য ছিল হুথি বিদ্রোহীদের তহবিল ও সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া, যাতে তারা রেড সি-তে আন্তর্জাতিক নৌযাত্রা ব্যাহত করতে না পারে। হুথিরা ইসরায়েল-গাজা যুদ্ধের প্রেক্ষিতে ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
হুথি নেতা মোহাম্মদ নাসের আল-আতিফি এক বিবৃতিতে বলেছেন, “আমেরিকান শত্রুর এই বর্বর হামলা আমাদের মনোবল ভাঙবে না, বরং গাজা ও ফিলিস্তিনিদের জন্য আমাদের সমর্থন আরও জোরদার হবে।”
আশিক