
হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। ছবিঃ সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর মধ্যে লেবাননের হিজবুল্লাহকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয়। গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তারা তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হয়েছিল। গত নভেম্বরে যুদ্ধবিরতির পর থেকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে আসছে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। একইসাথে, লেবাননের নতুন মার্কিন-সমর্থিত সরকারও দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর দমন করার ইঙ্গিত দিয়েছে। এ অবস্থায় কিছু গণমাধ্যমে দাবি করা হচ্ছে, হিজবুল্লাহ তাদের অস্ত্র হস্তান্তরে আগ্রহ দেখিয়েছে এবং সরকারের সঙ্গে আলোচনায় বসারও প্রস্তুতি নিচ্ছে।
তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম পরিষ্কার জানিয়ে দিলেন, অস্ত্র সমর্পণ করবে না তার সংগঠন। দাবি করেন তাদের অস্ত্রের কারণেই লেবাননে সার্বভৌমত্ব রক্ষা সম্ভব হচ্ছে।
হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম বলেছেন, ‘আমরা কারো দ্বারাই হিজবুল্লাহকে নিরস্ত্র করতে দিবো না। হিজবুল্লাহের ডিকশনারিতে নিরস্ত্র বলতে কোনো শব্দই নেই। আমাদের প্রতিরোধ বাহিনীর মেরুদন্ডই হচ্ছে অস্ত্র। এটি আমাদের জনগণের জীবন ও ভূখন্ডের স্বাধীনতা রক্ষা করছে। যারা প্রতিরোধ বাহিনীর উপর হামলা বা নিরস্ত্র করতে কাজ করবে, তাদের মোকাবিলা করা হবে।’
সূত্র: https://www.youtube.com/watch?v=4CzFoDUnvpE
মুমু