ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের সুরক্ষায় বসছে গোল্ডেন ডোম

প্রকাশিত: ০১:১৮, ২০ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের সুরক্ষায় বসছে গোল্ডেন ডোম

গোল্ডেন ডোম নামে ক্ষেপণাস্ত্র

যুক্তরাষ্ট্রের সুরক্ষায় গোল্ডেন ডোম নামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর পরিকল্পনা হাতে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর নির্মাণে এরই মধ্যে কাজ শুরু করেছে তার সরকার। এই ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহভিত্তিক লেজার হাতিয়ার ব্যবহার করে হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সব ধরনের ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা যাবে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। খবর সিএনএনের।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পরই এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। এরই মধ্যে এটি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কাজটি পেতে চাইছে। গোল্ডেন ডোম নির্মাণের একটি গুরুত্বপূর্ণ অংশ তৈরির কাজ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও শীর্ষ ধুনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স ও আরও দুটি প্রতিষ্ঠান।

প্রতিবেদন মতে, স্পেসএক্স ছাড়া বাকি দুটি প্রতিষ্ঠান হলো সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান পালানতির ও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ডুরিল। প্রতিষ্ঠান তিনটির উদ্যোক্তারা ট্রাম্পের বড় রাজনৈতিক সমর্থক। এর মধ্যে ইলন মাস্ক গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিপুল পরিমাণ অর্থসহায়তা দিয়েছিলেন। তিনি বর্তমানে ট্রাম্পের বিশেষ উপদেষ্টা হিসেবে সরকারের দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভাগের (ডিওজিই) প্রধানের দায়িত্ব পালন করছেন।

×