ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ

প্রকাশিত: ০০:২৬, ২০ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:৪৩, ২০ এপ্রিল ২০২৫

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ

ছবি: সংগৃহীত।

বাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে Level-3 (Reconsider Travel) সতর্কতা জারি করেছে। এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ ভ্রমণ পরামর্শ অনুযায়ী, দেশে ২০২৪ সালের নির্বাচনের পর সংঘর্ষ কিছুটা কমলেও, অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি। হঠাৎ করে বিক্ষোভ বা সহিংসতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং শান্তিপূর্ণ জমায়েতও মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে—যা বিদেশি নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

ঢাকা ও অন্যান্য বড় শহরে পকেটমারি, ছিনতাই, ডাকাতি এবং মাদক পাচার-এর মতো অপরাধের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। যদিও বিদেশিদের লক্ষ্য করে অপরাধ সংঘটনের সুনির্দিষ্ট তথ্য নেই, তবুও মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, চট্টগ্রামের পার্বত্য জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এর জন্য Level-4 (Do Not Travel) অর্থাৎ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

এ অঞ্চলে সশস্ত্র সহিংসতা, বিচ্ছিন্নতাবাদী হামলা, অপহরণ ও সন্ত্রাসবাদের ঝুঁকি-কে গুরুত্ব দিয়ে মার্কিন নাগরিকদের জন্য সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট জানায়, “পার্বত্য চট্টগ্রামে অপহরণের অধিকাংশ ঘটনাই পারিবারিক বিরোধ অথবা ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে সংঘটিত হয়। এছাড়া এখানে গুলি, বিস্ফোরণ ও রাজনৈতিক সহিংসতার ঘটনাও ঘটে থাকে।”

তবে কক্সবাজার ও সিলেটের মতো পর্যটন অঞ্চলে এমন কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই। তবে পার্বত্য এলাকায় ভ্রমণের আগে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পূর্বানুমতি নিতে হবে।

এছাড়া মার্কিন কূটনীতিকদের জন্য ঢাকার কূটনৈতিক এলাকা ব্যতীত অন্য কোথাও অপ্রয়োজনীয় চলাচল সীমিত করা হয়েছে, বলে জানানো হয়েছে সতর্কবার্তায়।

তথ্য সূত্র: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট লেভেল 3 ও লেভের 4

নুসরাত

×