
ছবি: সংগৃহীত।
সৌদি আরবে চলমান অভিযানে গত এক সপ্তাহে ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে—
-
১২ হাজার ৩৭২ জন আবাসিক আইন লঙ্ঘনের দায়ে,
-
৪ হাজার ৭৫০ জন সীমান্ত পারাপারের চেষ্টার সময়,
-
এবং ৩ হাজার ৫৬৬ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন।
এছাড়া, ১ হাজার ২৬৪ জন ব্যক্তিকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আটক করা হয়। এর মধ্যে—
-
৬১ শতাংশ ইথিওপিয়ান,
-
৩৬ শতাংশ ইয়েমেনি
-
এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
সৌদি আরব থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় ৯৩ জন ও পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ২৭ জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন বলেও জানানো হয়েছে।
কঠোর শাস্তির হুঁশিয়ারি
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি অবৈধ প্রবাসীদের সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করেন, আশ্রয় দেন বা পরিবহন করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইন অনুযায়ী—
-
১৫ বছরের কারাদণ্ড,
-
১০ লাখ সৌদি রিয়াল জরিমানা,
-
এবং সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশটিতে অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের শনাক্ত ও বহিষ্কারের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
নুসরাত