ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভুয়া তথ্যে ভিসা নয়: যুক্তরাষ্ট্রের দূতাবাসের স্পষ্ট সতর্কবার্তা

প্রকাশিত: ২৩:১৮, ১৯ এপ্রিল ২০২৫

ভুয়া তথ্যে ভিসা নয়: যুক্তরাষ্ট্রের দূতাবাসের স্পষ্ট সতর্কবার্তা

ভুয়া নথিপত্র জমা দিলে কোনোভাবেই ভিসা দেওয়া হবে না—এমন কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

শনিবার (১৯ এপ্রিল) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, ভিসা আবেদন মূল্যায়নের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়। সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ দূর না হওয়া পর্যন্ত কারো ভিসা অনুমোদন করা হয় না।

পোস্টে আরও বলা হয়, ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের ভিসা না দেওয়ার পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশের আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়।যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন অভিবাসন, নিরাপত্তা এবং আন্তর্জাতিক নীতিতে আগের চেয়ে আরও কঠোর মনোভাব নিচ্ছে। ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে আন্দোলনকারী বহু শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর হারও বেড়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রেও এখন আরও সতর্ক দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হচ্ছে।

 

রাজু

×