ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

হামাসের হামলায় ইসরাইলের ৬ সেনা হতাহত

প্রকাশিত: ২০:৪২, ১৯ এপ্রিল ২০২৫

হামাসের হামলায় ইসরাইলের ৬ সেনা হতাহত

ফাইল ছবি

গাজা শহরের পূর্ব আল-তুফাহ এলাকায় হামাস যোদ্ধাদের সফল হামলায় একজন ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইল-অধিকৃত অঞ্চলের গণমাধ্যম।


ফিলিস্তিনের শাহাব বার্তা সংস্থা জানিয়েছে, হামাস পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। টাইমস অব ইসরাইল জানিয়েছে, প্রথম দফায় বিস্ফোরণে দুই সেনা গুরুতর আহত হন। এরপর ঘটনাস্থলে পৌঁছানো উদ্ধারকারী দলের ওপর হামাসের পুঁতে রাখা দ্বিতীয় বিস্ফোরণে এক কর্মকর্তা নিহত হন এবং আরও দুই সেনা আহত হন।

এই ঘটনায় প্রমাণ হয়, গাজার ভেতরে আগ্রাসনের মুখেও হামাস যোদ্ধারা এখনো সুসংগঠিত, সক্রিয় এবং কৌশলী আক্রমণে সক্ষম।


ইসরাইলি বাহিনীও পাল্টা আক্রমণ চালিয়েছে। গাজার শুজাইয়া ও আল-তুফাহ এলাকায় দুটি ড্রোন হামলায় কমপক্ষে ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, শুজাইয়ার হাসানাইন স্ট্রিটে একটি বেসামরিক দলের ওপর ড্রোন হামলায় ৩ জন নিহত এবং বহু মানুষ আহত হন।

অন্য একটি হামলায় তুফাহ এলাকার ইয়াফা স্ট্রিটে একটি বাড়ি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আরও ৩ জন নিহত হন।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অব্যাহত বোমা হামলায় বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।

গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিখোঁজদেরও মৃত বলে ধরা হলে মোট প্রাণহানি সংখ্যা দাঁড়াতে পারে ৬২ হাজারেরও বেশি। এদিকে চলমান ১৮ মাসের আগ্রাসনে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন আহত হয়েছেন বলে জানানো হয়।

এসএফ 

×