ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কারাগারে ‘অন্তরঙ্গ’ সময় কাটানোর কক্ষ চালু করলো ইতালি

প্রকাশিত: ২০:২১, ১৯ এপ্রিল ২০২৫

কারাগারে ‘অন্তরঙ্গ’ সময় কাটানোর কক্ষ চালু করলো ইতালি

ছবি: সংগৃহীত।

ইতালিতে ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দীদের জন্য স্বামী-স্ত্রী বা সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ চালু করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির উমব্রিয়া অঞ্চলের টের্নি শহরের একটি কারাগারে বিশেষভাবে প্রস্তুত একটি কক্ষে এক বন্দী তার নারীসঙ্গীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এই উদ্যোগের পেছনে রয়েছে ইতালির সাংবিধানিক আদালতের একটি যুগান্তকারী রায়। ২০২৪ সালের জানুয়ারিতে আদালত ঘোষণা করে, কারাবন্দীদেরও তাদের সঙ্গীর সঙ্গে প্রহরীহীন, ব্যক্তিগত সাক্ষাতের অধিকার থাকা উচিত। আদালতের ভাষায়, এটি ব্যক্তিগত স্বাধীনতা ও মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এই আদেশের ভিত্তিতে ইতালির বিচার মন্ত্রণালয় সম্প্রতি নতুন নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়েছে, নির্দিষ্ট বন্দীদের তাদের স্বামী, স্ত্রী কিংবা দীর্ঘমেয়াদি সঙ্গীর সঙ্গে একটি বিছানা ও টয়লেট-সংবলিত কক্ষে সর্বোচ্চ দুই ঘণ্টা কাটানোর সুযোগ দেওয়া হবে। তবে নিরাপত্তার স্বার্থে কক্ষের দরজা বন্ধ রাখা যাবে না, যাতে প্রয়োজনে কারারক্ষীরা হস্তক্ষেপ করতে পারেন।

উমব্রিয়া অঞ্চলের বন্দীদের অধিকার সংরক্ষণে নিয়োজিত ন্যায়পাল জিউসেপে কাফোরিও এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করে বলেন, “আমরা সন্তুষ্ট, কারণ প্রথম সাক্ষাতটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে, এই সাক্ষাতের সময় বন্দীদের গোপনীয়তা রক্ষা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।”

ইউরোপের অনেক দেশেই কারাবন্দীদের জন্য এমন ‘দাম্পত্য সাক্ষাৎ’ ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস এবং সুইডেনসহ বেশ কয়েকটি উন্নত দেশে এই অধিকার স্বীকৃত এবং কার্যকর।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই ধরনের উদ্যোগ বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, পুনর্বাসন এবং পারিবারিক বন্ধন রক্ষায় কার্যকর ভূমিকা রাখে। ইতালির এই সিদ্ধান্তকে মানবিকতার পথে এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নুসরাত

×