ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের ‘না’ সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হচ্ছে!

প্রকাশিত: ১৬:৪৩, ১৯ এপ্রিল ২০২৫

ট্রাম্পের ‘না’ সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হচ্ছে!

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘না’ সত্ত্বেও আগামী কয়েক মাসের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল। বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ একটি ইসরায়েলি সূত্র এবং আরও দুজন সংশ্লিষ্ট ব্যক্তি বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

ইরান যাতে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনও আলোচনা হলে তাতে অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার বিষয়টি নিশ্চিত থাকতে হবে।

এই প্রেক্ষাপটে আজ শনিবার (১৯ এপ্রিল) ইতালির রাজধানী রোমে দ্বিতীয়বারের মতো ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৈঠকে বসছেন। বৈঠকের আগেই ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানে সম্ভাব্য হামলার জন্য অন্তত দুটি প্রস্তাব দিয়েছিল বলে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবে এখনই সায় না দিয়ে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিচ্ছে।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের প্রস্তাবিত হামলার পরিকল্পনায় ছিল বিমান হামলার পাশাপাশি কমান্ডো অভিযান। এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কয়েক মাস বা এক বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া।

তবে এখন ইসরায়েল সীমিত পরিসরে এমন এক হামলার কথা ভাবছে, যেখানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অপরিহার্য নয়। শুরুর দিকে বড় পরিসরের হামলার যে পরিকল্পনা করা হয়েছিল, এটি তার চেয়ে অনেক ছোট পরিসরের হবে বলে ধারণা করা হচ্ছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নেতানিয়াহু ওয়াশিংটন সফরে গেলে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে জানান, তিনি এখনই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে রাজি নন। এর আগে তিনি তেহরানের সঙ্গে আলোচনার পথেই অগ্রসর হতে চান।

সূত্র: রয়টার্স

ফারুক

×