ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যেকারণে আরএসএস এর নিয়ম ভঙ্গ করে বিয়ে করেছেন দিলীপ ঘোষ 

প্রকাশিত: ১৫:২৪, ১৯ এপ্রিল ২০২৫

যেকারণে আরএসএস এর নিয়ম ভঙ্গ করে বিয়ে করেছেন দিলীপ ঘোষ 

ছবি: সংগৃহীত

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সাবেক সভাপতি ও দলটির পরিচিত মুখ দিলীপ ঘোষ বিয়ে করেছেন দলীয় সহকর্মী রিঙ্কু মজুমদারকে। এ খবর সামনে আসার পর থেকেই সামাজিক ও গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

আলোচনার মূল দুটি কারণ—প্রথমত, দিলীপ ঘোষের বয়স ৬১ বছর, এবং দ্বিতীয়ত, তিনি এক সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর 'প্রচারক' হিসেবে যুক্ত ছিলেন। আরএসএস-এর প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রচারকরা সাধারণত অবিবাহিত থাকেন এবং বিবাহ এড়িয়ে চলেন। তবে জানা গেছে, দিলীপ ঘোষ যখন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেন, তখন থেকেই তিনি আর আরএসএসের প্রচারক নন।

পশ্চিমবঙ্গের আরএসএস নেতা ড. জিষ্ণু বসু বলেন, "প্রচারকরা বিয়ে করতে পারেন না—এটা গুরুজী গোলওয়ালকরের আমল থেকেই চলে আসা নিয়ম। তবে দিলীপদার বিয়ে নিয়ে সঙ্ঘের কেউ বিস্মিত নয়। বরং সংবাদমাধ্যমেই বেশি আলোচনা দেখা যাচ্ছে। যারা বছরে একবারও সঙ্ঘ নিয়ে কিছু লেখে না, তারাই এখন সবচেয়ে বেশি উৎসাহ দেখাচ্ছে।"

বিজেপি ও আরএসএস ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন, দিলীপ ঘোষের অশীতিপর মা দীর্ঘদিন ধরেই চাইছিলেন তার ছেলে যেন ঘর-সংসার করেন। গত চার-পাঁচ বছর ধরেই তিনি ছেলেকে বিয়ের জন্য উৎসাহ দিয়ে আসছিলেন।

দলীয় এক ঘনিষ্ঠ নেতা বলেন, “আমি ব্যক্তিগতভাবে জানি, দিলীপদার মা বেশ কিছুদিন ধরেই উপযুক্ত পাত্রীর খোঁজ করছিলেন। তখনই রাজনীতির ময়দানে দিলীপদার সঙ্গে রিঙ্কু মজুমদারের পরিচয় হয় এবং ধীরে ধীরে তারা একসঙ্গে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। দলের সবাই বিষয়টি খুব স্বাভাবিকভাবেই নিয়েছে।”

ফারুক

×