ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হার্ভার্ড বনাম ট্রাম্প বিরোধ শুরু হয়েছিল একটি ‘ভুল’ থেকে!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:৪২, ১৯ এপ্রিল ২০২৫

হার্ভার্ড বনাম ট্রাম্প বিরোধ শুরু হয়েছিল একটি ‘ভুল’ থেকে!

ছবিঃ হিন্দুস্তান টাইমস

যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে এক নাটকীয় বিরোধে জড়িয়ে পড়ে, যখন বিশ্ববিদ্যালয়টি একটি চিঠি পায় যেখানে প্রশাসনের পক্ষ থেকে কিছু পরিবর্তনের দাবি জানানো হয়।

এই চিঠিটি পাঠায় হোয়াইট হাউসের ইহুদিবিরোধিতা বিরোধী টাস্কফোর্স। এতে এমন কিছু দাবি করা হয়েছিল, যা হার্ভার্ড মেনে নিতে পারেনি।

তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরো ঘটনাটির সূচনা হয় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সংঘটিত একটি ‘ভুল’ থেকেই। চিঠি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই হার্ভার্ড একটি ফোন কল পায় ট্রাম্পের একজন কর্মকর্তার কাছ থেকে, যিনি জানান যে, চিঠিটি “অননুমোদিত” এবং এটি পাঠানো উচিত হয়নি।

১১ এপ্রিল পাঠানো ওই চিঠিতে তিনজন শীর্ষ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা স্বাক্ষর করেন—জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের জোশ গ্রুয়েনবাউম, শিক্ষা বিভাগের থমাস হুইলার এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের শন কেভেনি।

সূত্রের মতে, এই চিঠিটি পাঠান কেভেনিই, যিনি হোয়াইট হাউসের ইহুদিবিরোধিতা বিরোধী টাস্কফোর্সের সদস্যও।

তারা জানান, যদিও চিঠির বিষয়বস্তু ছিল সঠিক, তবে কেন ১১ এপ্রিল তা পাঠানো হলো এবং এটি কীভাবে ভুলভাবে ব্যবস্থাপনা করা হলো, তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউসের একাংশ মনে করেন, চিঠিটি সময়ের আগেই পাঠানো হয়েছে। আবার অন্যরা বিশ্বাস করেন, এটি কেবলমাত্র টাস্কফোর্সের অভ্যন্তরীণ চিঠি হিসেবে প্রস্তুত ছিল এবং হার্ভার্ডে পাঠানোর উদ্দেশ্যে ছিল না।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মুমু

×