ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের সংবাদ সম্মেলনে হঠাৎ অজ্ঞান এক তরুণী

প্রকাশিত: ১১:৫৬, ১৯ এপ্রিল ২০২৫

ট্রাম্পের সংবাদ সম্মেলনে হঠাৎ অজ্ঞান এক তরুণী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে ড. মেহমেত ওজের শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালে হঠাৎ তার ১১ বছর বয়সী নাতনি অজ্ঞান হয়ে পড়লে হোয়াইট হাউজের একটি প্রেস ব্রিফিং হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাটি ঘটে ট্রাম্প যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন, ঠিক তখনই ওই শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে হোয়াইট হাউজের কর্মীরা সাংবাদিকদের কক্ষ ত্যাগ করতে বলেন এবং ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা দেন। ট্রাম্প নিজেও শিশুটির পাশে এগিয়ে যান।

ড. ওজ, যিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ, সঙ্গে সঙ্গে নাতনির চিকিৎসায় এগিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটি জ্ঞান ফিরে পেলেও সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। পরে তাকে সহায়তা করে কক্ষের বাইরে নেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটি এখন সুস্থ আছে তবে পরিচয় প্রকাশ করেননি।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে প্রেস ব্রিফিং আর পুনরায় শুরু হয়নি।

 

সূত্র: https://economictimes.indiatimes.com/news/international/global-trends/everyone-out-no-photos-white-house-briefing-ends-abruptly-trumps-press-conference-cut-short/articleshow/120423266.cms?from=mdr

আবীর

×