ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩২, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:৩৫, ১৯ এপ্রিল ২০২৫

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অবস্থানরত ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্রাণবন্ত সংগঠন, ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (DCAAA) ইনকর্পোরেটেড ২০২৩ সালে ‘নট-ফর-প্রফিট’ সংস্থা হিসেবে নিবন্ধনের পর তাদের প্রথম বার্ষিক সাধারণ সভা (AGM) আয়োজন করে, যা সংগঠনের পথচলার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

"অ্যালামনাই ক্ষমতায়ন, ভবিষ্যৎ সমৃদ্ধকরণ" এই দর্শনকে ধারণ করে সংগঠনটি একতাবদ্ধভাবে এগিয়ে চলেছে।

সভা শুরু হয় অংশগ্রহণকারীদের অভ্যর্থনা এবং অস্ট্রেলিয়ার আদিবাসী জনগণের প্রতি সম্মান জানিয়ে ‘Acknowledgement of Country’- এর মাধ্যমে। এরপর বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এবং ফিলিস্তিনে নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশে এক মিনিটের নীরবতা পালন করা হয়। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে DCAAA তার বহুসাংস্কৃতিক চেতনা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির পরিচয় তুলে ধরে।

প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ ইসলাম তাঁর বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পুনরায় তুলে ধরেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আজীবন বন্ধন গড়ে তোলা, ব্যক্তিগত ও পেশাগত উৎকর্ষ সাধনে সহায়তা করা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা DCAAA-এর মূল উদ্দেশ্য।  তিনি বলেন “আমরা শুধুই একটি অ্যালামনাই নেটওয়ার্ক তৈরি করছি না, বরং এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছি যা অনুপ্রেরণা জোগায় এবং একত্রিত করে” ।

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন ২০২৩ সালের জুলাইয়ে DCAAA আয়োজিত প্রথম অ্যালামনাই পুনর্মিলন এবং ২০২৫ সালের মার্চে সফলভাবে অনুষ্ঠিত ইফতার আয়োজনের কথা। কোষাধ্যক্ষ রুবইয়া তানভির এর পক্ষে তিনি আর্থিক বিবরণ উপস্থাপন করেন এবং সদস্য ফি সংগ্রহ, ব্যাংক হিসাব খোলা ও বাজেট বন্টনের পরিকল্পনার কথা জানান।

সহ-সভাপতি নিয়ামুল খান সংগঠনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন, বিশেষ করে কমিউনিটি ইনভলভমেন্ট, কর্মশালা এবং সামাজিক উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন।

২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটির ঘোষণা এবং প্রতিষ্ঠাতার হাত থেকে অফিসিয়াল ব্যাজ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ নিশ্চিত করা হয়। 

নবনিযুক্ত কমিটির সদস্যরা হলেন:  

সভাপতি: আরিফ ইসলাম  
সহ-সভাপতি: নিয়ামুল খান  
সাধারণ সম্পাদক: মাহমুদুল হাসান  
কোষাধ্যক্ষ: রুবইয়া তানভির  
কার্যনির্বাহী সদস্য: ফকির আকরাম  
সাধারণ সদস্য: কামরুল হাসান, মোঃ রহমান, সাজেন ফেরদৌস, মোঃ শাহরিয়ার, মুস্তাফিজ রহমান।

নতুন নেতৃত্ব সংগঠনের উত্তরাধিকার রক্ষা করে নব উদ্যমে এগিয়ে যাবেন বলে সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সভা শেষে উপস্থিত সকল সদস্য সংগঠনের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন। DCAAA একটি সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সাথে যুক্ত হয়ে, সহযোগিতার মাধ্যমে অস্ট্রেলীয় সমাজ এবং তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষায় ইতিবাচক অবদান রাখতে পারবেন।

মায়মুনা

×