ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হোয়াইট হাউজ ও প্রেসিডেন্ট মিথ্যা বলছে: সিনেটর ভ্যান হোলেন

প্রকাশিত: ০৯:১১, ১৯ এপ্রিল ২০২৫

হোয়াইট হাউজ ও প্রেসিডেন্ট মিথ্যা বলছে: সিনেটর ভ্যান হোলেন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিনেটর ক্রিস ভ্যান হোলেন বৃহস্পতিবার এল সালভাদরে সাক্ষাৎ করেছেন কিলমার আবরেগো গার্সিয়ার সঙ্গে, যাকে মার্চ মাসে একটি প্রশাসনিক ভুলের কারণে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়। ভ্যান হোলেন জানান, এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল আবরেগোর সঙ্গে দেখা করা। তিনি গার্সিয়ার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে জানান, গার্সিয়ার ভালোবাসার বার্তা তিনি তাঁর স্ত্রী জেনিফার ভাসকেস সুরাকে পৌঁছে দিয়েছেন।

তবে সাক্ষাতের পরও আবরেগো গার্সিয়া এল সালভাদরের হেফাজতেই থাকবেন বলে জানান দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিরোধীদের কটাক্ষ করে বলেন, “মৃত্যু শিবির ও নির্যাতনের গল্প থেকে অলৌকিকভাবে ফিরে আসা কিলমার এখন এল সালভাদরের ট্রপিক্যাল স্বর্গে মার্গারিটা পান করছেন।”

এর আগে ভ্যান হোলেন সিইসিওটি কারাগারে গিয়ে আবরেগোর স্বাস্থ্য ও অবস্থার খোঁজ নিতে চাইলে তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এল সালভাদর আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তির অংশ, যেখানে আটক ব্যক্তির আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করার অধিকার নিশ্চিত করা হয়েছে।

যদিও আবরেগো গার্সিয়া যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছিলেন না, ২০১৯ সালের এক আদালতের আদেশে তাঁকে এল সালভাদরে ফেরত পাঠানো নিষিদ্ধ ছিল। ট্রাম্প প্রশাসনও আদালতে স্বীকার করেছিল যে, এটি একটি দাপ্তরিক ভুল ছিল। তবে সাম্প্রতিক সময়ে কিছু কর্মকর্তারা দাবি করছেন, গার্সিয়া এমএস-১৩ গ্যাংয়ের সদস্য, যা তাঁর আইনজীবীরা অস্বীকার করেছেন এবং একজন ফেডারেল বিচারকও সন্দেহ প্রকাশ করেছেন।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। হোয়াইট হাউজের মুখপাত্র বলেছেন, “ডেমোক্র্যাটরা এখন একজন অবৈধ অভিবাসী ও সন্ত্রাসীর কল্যাণে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।” অন্যদিকে ভ্যান হোলেন জোর দিয়ে বলেন, তাঁর সফরের উদ্দেশ্য কোনো পক্ষ নেওয়া নয়, বরং যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় সবার জন্য সমান প্রক্রিয়াগত ন্যায়বিচার নিশ্চিত করা।

তিনি জানান, এল সালভাদরে অবস্থানকালে তিনি যুক্তরাষ্ট্র দূতাবাস, ডিএইচএস, এফবিআই এবং ডিইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক গ্যাং, বিশেষ করে এমএস-১৩-এর বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। আরও কিছু ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের সফর প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

 

সূত্র: https://edition.cnn.com/2025/04/17/politics/kilmar-abrego-garcia-van-hollen-cecot-el-salvador/index.html

আবীর

×