ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইরানি মিসাইলের ভয়ে পিছু হঠলো ট্রাম্প- নেতানিয়াহু

প্রকাশিত: ০৮:৪২, ১৯ এপ্রিল ২০২৫

ইরানি মিসাইলের ভয়ে পিছু হঠলো ট্রাম্প- নেতানিয়াহু

ছবি : সংগৃহীত

ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও কৌশলগত প্রস্তুতির মুখে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবস্থান নাটকীয়ভাবে নরম হয়েছে বলে নতুন প্রতিবেদনে উঠে এসেছে। নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানে প্রকাশিত হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় হামলার পূর্বপ্রস্তুতিমূলক পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল করেছেন, যা আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তের পেছনে ইরানের অপ্রতিরোধ্য প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন প্রধান ভূমিকা পালন করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

 

 

 

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অত্যাধুনিক ড্রোন সিস্টেম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং রাশিয়া-চীনের সঙ্গে সামরিক সহযোগিতা যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় চিন্তায় ফেলেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে ইরানে কোনো হামলা হলে তা শুধু একটি দেশেই সীমাবদ্ধ থাকবে না, বরং সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে একটি সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত হতে পারে। এই শঙ্কায় সৌদি আরব, বাহরাইন এবং কুয়েতের মতো ঐতিহ্যবাহী মার্কিন মিত্ররাও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন দিতে অনিচ্ছুক।

 

ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদিও ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাম্পকে চাপ দিয়ে আসছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমেরিকার এই পশ্চাদপসরণ তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইসরাইলের পক্ষে এককভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে, বিশেষ করে যখন রাশিয়া ও চীন সক্রিয়ভাবে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে।

 

 

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন এখন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খুঁজছে, যা তাদের আগের হুমকি-ধমকির নীতির থেকে সম্পূর্ণ ভিন্ন। এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তবে ইরান তার প্রতিরক্ষা শক্তি ক্রমাগত বৃদ্ধি করে চলায় এবং আঞ্চলিক প্রভাব বিস্তার অব্যাহত রাখায় ভবিষ্যতে উত্তেজনা পুনরায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বর্তমান সংকট প্রমাণ করছে যে ইরান এখন মধ্যপ্রাচ্যের একটি অপরিহার্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, যার সামরিক ও কূটনৈতিক শক্তি বিশ্বমহাশক্তিগুলোকেও বিবেচনা করতে বাধ্য করছে।

আঁখি

×