ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পতন হবে ডলারের, একঘরে হচ্ছে আমেরিকা!

প্রকাশিত: ২৩:০৮, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:০৯, ১৮ এপ্রিল ২০২৫

পতন হবে ডলারের, একঘরে হচ্ছে আমেরিকা!

ঝেং রুনিউ নামে এক চীনা বিশেষজ্ঞ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ বাণিজ্যিক লেনদেনে ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।

সাংহাইয়ের ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির সেন্টার ফর রাশিয়ান স্টাডিজের এই বিশেষজ্ঞ তার এক বিশ্লেষণে বলেছেন, মার্কিন শুল্ক যুদ্ধ বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন ডলারের অবস্থানকে দুর্বল করবে এবং ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

সম্প্রতি ট্রাম্প নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে একটি বিস্তৃত বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। পরে আবার তিনি তা ৯০ দিনের জন্য স্থগিতও করেছেন। তবে চীনের বিরুদ্ধে শুল্ক আরও ব্যাপক আকারে চাপিয়ে সেই যুদ্ধের উত্তেজনা অব্যাহত রাখেন।

রুনিউ’র মতে, শুল্ক যুদ্ধ জোরদার হওয়ার প্রেক্ষাপটে মার্কিন ডলারের আধিপত্য নিয়ে উদ্বিগ্ন দেশগুলোর জন্য ঐক্য জোরদারের সুযোগ তৈরি হয়েছে। এসব দেশ ডলারের আধিপত্য কমাতে কার্যকরী পদক্ষেপ নিতে সক্ষম হবে। 

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে চীন, রাশিয়া এবং ব্রিকস গ্রুপের অন্য দেশগুলোর মধ্যে ডলারকে বাদ দিয়ে লেনদেন করার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন সহজতর হবে। 

চীনা বিশেষজ্ঞ জোর দিয়ে বলেন, ডলারকে বাণিজ্যিক লেনদেন থেকে ঝেটিয়ে ডলারকে বিদায় করার পরিকল্পনা বাস্তবায়নের এটাই উপযুক্ত সময়।

এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ব্যারি আইকেন গ্রিনও এক নিবন্ধে বলেছেন, ডলারের বিশ্বব্যাপী আধিপত্যের অবসান প্রত্যাশার চেয়েও তাড়াতাড়ি ঘটে যেতে পারে। 

তার মতে, যুক্তরাষ্ট্র তার মিত্রদের পরিত্যাগ করেছে- এমন বক্তব্য যদি প্রতিষ্ঠা লাভ করে, তাহলে ডলারের বৈশ্বিক অবস্থান অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে ইরানের অর্থনৈতিক বিশেষজ্ঞ আব্দুল মাজিদ শেইখি ডলারের আধিপত্য হ্রাস সম্পর্কে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র তার আস্থা হারানোর সঙ্গে সঙ্গে ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়া তীব্রতর হবে। 

তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্পের নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজের ওপর নিজেই নিষেধাজ্ঞা আরোপ করে ফেলেছে। এর পরিণতি হলো তাদের মুদ্রার আধিপত্য হ্রাস।

এ নিয়ে ডয়চে ব্যাংকের মুদ্রা গবেষণা বিভাগের প্রধান জর্জ সারাভ্লোস বলেছেন, এরইমধ্যে ক্ষতি হয়ে গেছে। বিশ্ব বাজার এখন রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের কাঠামোগত আকর্ষণ পুনর্মূল্যায়ন করছে এবং ডলারের আধিপত্য দ্রুতই কমে যেতে পারে।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, ডলারের পতন কেবল অর্থনৈতিক বিষয় নয়, এটা রাজনৈতিকও। যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্নতাবাদী নীতি তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে এটি আরও ত্বরান্বিত হতে পারে।

সূত্র: তাসনিম নিউজ

ফুয়াদ

×