
ছবি সংগৃহীত
ইয়েমেনের রাস ঈসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৭১ জন। হুথি বিদ্রোহীরা একে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা বলে অভিহিত করেছে।
হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসাবাহি শুক্রবার (১৮ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতের এই হামলায় বেশিরভাগ হতাহতই সাধারণ বেসামরিক মানুষ।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হুথিদের জ্বালানি সরবরাহ বন্ধ এবং তেল বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন ঠেকাতেই এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল হুথিদের অর্থনৈতিক সক্ষমতা ধ্বংস করা।
আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ আল-আত্তাব সানার কাছ থেকে জানান, হামলার সময় রাস ঈসা তেল বন্দরে শ্রমিকরা কাজ করছিলেন। আকস্মিকভাবে প্রথম চারটি হামলায় তারা চরম বিস্ময়ে পড়ে যান।
তিনি জানান, “হামলার সময় সাধারণ ট্রাকচালক ও শ্রমিকরা ছিলেন বন্দরে। এটাই ছিল সবচেয়ে ভয়াবহ মুহূর্ত।” সূত্র: আল জাজিরা
আশিক