
ছবিঃ সংগৃহীত
ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের এক মিসাইলেই বেহুশ অবস্থায় পড়ে ইসরাইলের রাজধানী তেল আবিবের বাসিন্দারা। ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন যেন প্রতিজ্ঞা করেছে, ইসরায়েলিদের শান্তিতে ঘুমাতে দেবে না।
ইসরাইলে যখন ভোরের সূর্য উঁকি দিচ্ছিল, ঠিক তখনই প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া মিসাইলে জোরে-সোরে সাইরেনের শব্দ ভেসে আসছিল। সেই সতর্ক বার্তায় সকালের আরামের ঘুম ফেলে দিশেহারা হয়ে দিকবিদিক ছুটতে শুরু করে ইসরায়েলিরা।
শুক্রবার (১৮ এপ্রিল) রয়টার্স জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া এক মিসাইলের কারণেই তেল আবিব জুড়ে বেজে ওঠে এয়ার রেইড সাইরেন। বিষয়টি নিশ্চিত করেছে দখলদার সেনারাও। স্থানীয় সময় সাড়ে পাঁচটার দিকে এই সাইরেন বেজেছে বলে জানানো হয়েছে।
ফিলিস্তিনি নাগরিকদের জীবন থেকে সব কিছু কেড়ে নেওয়া ইসরাইলিরা এখন কিছুদিন ধরেই বুঝতে পারছে আতঙ্ক কাকে বলে। ইয়েমেন থেকে আসা একের পর এক মিসাইল সতর্কতার সাইরেনেই ইসরাইলি নাগরিকদের ঘুম, শান্তি—সব হারাম হয়ে গেছে।
ইসরাইলের সেনাবাহিনী তাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইল শনাক্ত হওয়ার পর রাজধানীসহ বেশ কয়েকটি অঞ্চলজুড়ে প্রোটোকল অনুসারে সাইরেনগুলো শোনা গিয়েছিল। পাশাপাশি যেকোনো হুমকি রুখে দিতে আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থা সচল ছিল।
এদিকে, ইয়েমেনি যোদ্ধাদের প্রতিরোধের জবাব দিতে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে মার্কিন বিমান বাহিনী। এই হামলায় বেসামরিক কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হলেও প্রতিরোধ যোদ্ধাদের সামরিক সামর্থ্যকে দুর্বল করতে পারেনি।
ইমরান