ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গাজায় শিশুর খাদ্য সংকট চরমে

প্রকাশিত: ১৭:২০, ১৮ এপ্রিল ২০২৫

গাজায় শিশুর খাদ্য সংকট চরমে

ছবি সংগৃহীত

দিন যত যাচ্ছে, গাজায় মানবিক সংকট ততই ভয়াবহ হয়ে উঠছে। খাদ্য, ওষুধসহ জীবন রক্ষাকারী সব উপকরণের ভয়াবহ ঘাটতির পাশাপাশি এবার সংকট দেখা দিয়েছে শিশু খাদ্যে। বাজার ও ফার্মেসিগুলোতে এখন আর প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না শিশুখাদ্য বা বেবি ফর্মুলা।

সাধারণ পরিবারগুলো নিজেদের প্রয়োজনই মেটাতে পারছে না, সেখানে শিশু ও নবজাতকদের জন্য প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা হয়ে উঠছে অসম্ভব হয়ে পড়েছে বলে জানান গাজা সিটি থেকে স্থানীয় সাংবাদিক হানি মাহমুদ।

স্থানীয় সাংবাদিক হানি মাহমুদ জানান, “প্রতিদিন অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠছে। এখন আমরা গাজায় মারাত্মক পুষ্টিহীনতায় ভোগা বহু শিশুর কথা শুনছি। পরিবারগুলো চরম অসহায়তায় ভুগছে।”

আশিক

×