
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বিশ্বের কোনো শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না।
গেল বুধবার প্রবাসী পাকিস্তানিদের আলোচনা সভায় ভাষণে এই দাবি করেন তিনি। এ সময় কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের প্রশংসা করেন আসিম মুনির।
১৩ লাখ ভারতীয় সেনাদের পাকিস্তান ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আলোচনা সভায় ভাষণে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এ সময় তিনি পাকিস্তানের ইতিহাস সবাইকে মনে করিয়ে দেন। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস ছড়িয়ে দিতে বলেন। এমনকি ভারত ও পাকিস্তান যে আলাদা এবং স্বতন্ত্র–সে বিষয়টি মনে করিয়ে দেন আসিম।
পাকিস্তানের সেনাপ্রধান বলেন, আমাদের দেশের রাষ্ট্রদূতদের ভুলে যাওয়া উচিত নয়–তাঁরা একটি দারুণ ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। আপনাদের অবশ্যই সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা উচিত। আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম, আমাদের রীতিনীতি, ঐতিহ্য, চিন্তাভাবনা ও উচ্চাকাঙ্ক্ষা পৃথক। এটিই ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি।’
ভারতীয় ও পাকিস্তানিরা দুটি পৃথক জাতি বলেও মন্তব্য করেন জেনারেল মুনির। ওই সম্মেলনে কাশ্মীর ও বেলুচিস্তান প্রসঙ্গও এসেছে তাঁর বক্তৃতায়। এসেছে পাকিস্তানের বিদ্রোহী তেহরিক-ই-তালিবান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির সাম্প্রতিক হামলার প্রসঙ্গ।
তিনি বলেছেন, ‘কাশ্মীর হলো ইসলামবাদের গলার শিরা। তাই পাকিস্তানিরা কখনো তাকে ভুলতে পারবে না।’
ফুয়াদ