ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে কেএফসির ওপর হামলা, গ্রেপ্তার ১৭৮

প্রকাশিত: ১৬:২৭, ১৮ এপ্রিল ২০২৫

পাকিস্তানে কেএফসির ওপর হামলা, গ্রেপ্তার ১৭৮

ছবি সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন এবং তাতে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থনের প্রতিবাদে পাকিস্তানে কেএফসির (KFC) একাধিক আউটলেটে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৭৮ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোরসহ বড় শহরগুলোতে অন্তত ১১টি কেএফসি আউটলেটে হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা লাঠি-সোটা নিয়ে আউটলেটগুলোতে হামলা চালায়। পুলিশ জানিয়েছে, হামলার সময় ভাঙচুর চালানো হয় এবং কিছু স্থানে অগ্নিসংযোগেরও চেষ্টা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কেএফসির এক কর্মীকে অজ্ঞাত বন্দুকধারী গুলি করে হত্যা করেছে। তবে ওই সময় কোনো বিক্ষোভ চলছিল না। হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয় এবং তদন্ত চলছে।

লাহোর পুলিশ জানায়, শহরের ২৭টি কেএফসি আউটলেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে দুটিতে হামলা এবং পাঁচটিতে হামলার চেষ্টা হয়েছে।

এদিকে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) দলের মুখপাত্র রেহান মোহসিন বলেন, “আমরা কেবল মুসলমানদের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছি। কিন্তু কেএফসির সামনে কোনো বিক্ষোভের ডাক দেওয়া হয়নি।”

আশিক

×