ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এবার নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ওপেনএআই!

প্রকাশিত: ১২:২৭, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:৩০, ১৮ এপ্রিল ২০২৫

এবার নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ওপেনএআই!

ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের জগতে প্রবেশ করতে চলেছে। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই একটি নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ গোপনে শুরু করেছে বলে জানিয়েছে সিএনবিসি ও দ্য ভার্জ।

প্রাথমিক পর্যায়ে থাকা এই প্রকল্পের নাম কিংবা পুরো কার্যপ্রণালী এখনও প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, প্ল্যাটফর্মটিতে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে একটি সোশ্যাল ফিড যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের তৈরি ছবি শেয়ার করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, সম্প্রতি ওপেনএআইয়ের নতুন ইমেজ জেনারেশন ফিচারের বিপুল জনপ্রিয়তা এই উদ্যোগের পেছনে বড় ভূমিকা রেখেছে। গত মাসে চালু হওয়া ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা স্বল্প সময়ের মধ্যেই সাধারণ ছবি বা সেলফিকে জাপানি অ্যানিমেশন স্টুডিও গিবলি-র স্টাইলে রূপান্তর করতে পারছেন। এসব রূপান্তরিত ছবি ইতোমধ্যে টিকটক, ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, এই ট্রেন্ডের উপর ভিত্তি করেই ওপেনএআই নতুন একটি সোশ্যাল প্ল্যাটফর্ম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে এআই-নির্ভর কনটেন্ট শেয়ারিংয়ের ওপর গুরুত্ব থাকবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানান, বিশ্বজুড়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। তার ভাষ্য, “বর্তমানে প্রতি ১০ জনে ১ জন ওপেনএআইয়ের এআই সেবা ব্যবহার করছেন।” যদিও সম্ভাব্য সামাজিক যোগাযোগমাধ্যম চালু সম্পর্কে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

বর্তমানে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন গুগল, মেটা ও মাইক্রোসফট নিজেদের এআই প্রযুক্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে নতুন করে ঢেলে সাজানোর চেষ্টায় রয়েছে। এই প্রেক্ষাপটে ওপেনএআইয়ের সম্ভাব্য নতুন প্ল্যাটফর্ম বাজারে প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যদিও এখনই প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে প্রযুক্তি বিশ্বে এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ফারুক

×