ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যে কারণে তালেবান সন্ত্রাসী তকমা তুলে নিলো রাশিয়া

প্রকাশিত: ১১:৪৩, ১৮ এপ্রিল ২০২৫

যে কারণে তালেবান সন্ত্রাসী তকমা তুলে নিলো রাশিয়া

ছবি: সংগৃহীত

রাশিয়ার সুপ্রিম কোর্ট আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর ওপর ২০ বছরের পুরোনো সন্ত্রাসী সংগঠনের তকমা স্থগিত করেছে। বৃহস্পতিবার বিচারপতি ওলেগ নেফেদভ জানান, রাষ্ট্রের প্রধান আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর মস্কো ও তালেবান ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে থাকে, বিশেষ করে আইএসকেপি-এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ নিরাপত্তা স্বার্থের কারণে।

গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে “মিত্র” বলে উল্লেখ করেন। রাশিয়া তালেবান প্রতিনিধিদের বিভিন্ন বৈঠকে স্বাগত জানিয়েছে এবং আফগানিস্তানকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় গ্যাস রপ্তানির জন্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের পরিকল্পনাও করছে।

কাজাখস্তান ও কিরগিজস্তান এর আগেই তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে। যদিও এখনো কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, চীন, ভারত, সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশের কাবুলে দূতাবাস রয়েছে।


সূত্র: https://www.aljazeera.com/news/2025/4/17/russia-suspends-ban-on-taliban

আবীর

×