ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এক হচ্ছে সৌদি-ইরান দুই ভাই, নতুন দুশ্চিন্তায় পশ্চিমা বিশ্ব

প্রকাশিত: ১১:১৮, ১৮ এপ্রিল ২০২৫

এক হচ্ছে সৌদি-ইরান দুই ভাই, নতুন দুশ্চিন্তায় পশ্চিমা বিশ্ব

ছবি: সংগৃহীত

বিশ্বের কোটি কোটি মুসলমানের স্বপ্ন স্বার্থকের পথে। মুসলিম বিশ্বের দুই শক্তিশালী রাষ্ট্র ইরান ও সৌদিআরব এক হতে যাচ্ছে। পশ্চিমা বিশ্বের জন্য অপেক্ষা করছে দৃঢ় প্রতিরোধ।

দুই চির প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদিআরবের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই ইরানে পৌঁছেছেন সৌদি‌ আরবের প্রতিরক্ষামন্ত্রী। এই বরফগলা প্রক্রিয়া শুরু হয়েছিল চীনের মধ্যস্ততায়। এখন তা রূপ নিচ্ছে গভীর বন্ধনে। এই ভাতৃত্বের খবরে হুলস্থুল পড়ে গেছে পশ্চিমা দেশগুলোতে। তাহলে কি গোপনে তৈরি হচ্ছে মুসলিমদের শক্তির জোট?

এদিকে ইরান ও রাশিয়া ২০ বছরের একটি কৌশলগত রোডম্যাপ তৈরিতে উদ্যোগ নিয়েছে। এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক, প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। তেহরান ও মস্কোর এই বন্ধনও পশ্চিমা বিশ্বের জন্য নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

চলমান উত্তেজনা ও ইরান-সৌদির বন্ধুত্ব দেখে বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের প্রকাশ্য নেতৃত্বে আসছে ইরান। পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা বা হুমকি কিছুই থামাতে পারছে না ইরানকে। ইরানের দিকে তাকিয়ে এখন পুরো বিশ্ব।

সূত্র: https://youtu.be/kFq4xEexwaA?si=QbL3m5p7ERb3Br03

মায়মুনা

×