ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের সর্বশেষ হামলায় গাজায় ‘পুরো একটি পরিবার’ নিহত

প্রকাশিত: ১০:১৪, ১৮ এপ্রিল ২০২৫

ইসরায়েলের সর্বশেষ হামলায় গাজায় ‘পুরো একটি পরিবার’ নিহত

আজ সকালে খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় একটি ১৩ সদস্যের পরিবার নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হওয়ার কথা জানিয়েছে চিকিৎসা সূত্র।

গাজায় আল জাজিরার সংবাদদাতারা জানান, খান ইউনিসের দক্ষিণ অংশে তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষের ওপর আগের এক হামলায় আরও একটি পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা বলেন, এই হামলাগুলো অব্যাহত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ নাগরিক ও মানবিক সহায়তা কাঠামোর ওপর চালানো হচ্ছে।

১২টি ত্রাণ সংস্থার একটি জোট জানিয়েছে, গাজা বর্তমান প্রজন্মের অন্যতম ভয়াবহ মানবিক ব্যর্থতার জায়গায় পরিণত হয়েছে।

 

সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/4/18/live-israel-kills-more-than-30-in-deliberate-attacks-on-gaza-civilians

আবীর

×