ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কাশ্মীর প্রসঙ্গে ভারত-পাকিস্তান

কাশ্মীরকে পাকিস্তানের ঘাড়ের শিরা দাবি সেনাপ্রধানের, ক্ষোভে নিন্দা প্রকাশ ভারতের

প্রকাশিত: ২১:৫৬, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:২৮, ১৭ এপ্রিল ২০২৫

কাশ্মীরকে পাকিস্তানের ঘাড়ের শিরা দাবি সেনাপ্রধানের, ক্ষোভে নিন্দা প্রকাশ ভারতের

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি কাশ্মীরকে পাকিস্তানের "ঘাড়ের শিরা" (জুগুলার ভেইন) বলে অভিহিত করেছেন, যা নিয়ে ভারত চরম প্রতিবাদ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) আজ এক জোরালো বিবৃতিতে বলেছে, পাকিস্তানের কাশ্মীরের সঙ্গে "শুধু একটি সম্পর্ক আছে, তা হলো অবৈধভাবে দখল করা জমি থেকে বেরিয়ে যাওয়া।"

MEA-র মুখপাত্র রন্ধীর জৈসওয়াল বলেন, "কীভাবে কোনো বিদেশি কিছু 'ঘাড়ের শিরা' হতে পারে? এটি ভারতের একটি ইউনিয়ন অঞ্চল। পাকিস্তানের একমাত্র সম্পর্ক হলো, তারা যে অবৈধভাবে কাশ্মীর দখল করে রেখেছে, তা মুক্ত করা।"

পাকিস্তানপ্রবাসী নাগরিকদের উদ্দেশে বক্তব্য রাখার সময়, পাকিস্তান সেনাপ্রধান বলেন, তাদের অবশ্যই পাকিস্তানের ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে তাদের সন্তানদের জানাতে হবে। তিনি বলেন, "আমরা হিন্দুদের থেকে জীবনের সব দিকেই আলাদা। আমাদের ধর্ম, রীতি-রেওয়াজ, চিন্তা-ধারা এবং আকাঙ্ক্ষা আলাদা। এটা ছিল দুই জাতির তত্ত্বের ভিত্তি," জানান জেনারেল মুনির।

কাশ্মীর সম্পর্কে তিনি আরও বলেন, "আমাদের অবস্থান একদম পরিষ্কার, এটি আমাদের ঘাড়ের শিরা, এটি আমাদের ঘাড়ের শিরা থাকবে, আমরা এটি ভুলব না। আমরা আমাদের কাশ্মীরি ভাইদের তাদের সাহসী সংগ্রামে একা ছেড়ে দেব না।"

পাকিস্তান সেনাপ্রধানের এই বক্তব্য, বিশেষ করে কাশ্মীরের প্রতি পাকিস্তানের অটল অবস্থান, ভারত-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে। তিনি যে দুই জাতির তত্ত্বে বিশ্বাসী, তা দেশের জাতীয় ঐক্য এবং ইসলামিক পরিচিতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

কাশ্মীর প্রসঙ্গে তার মন্তব্যগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে, এটি ভারত-পাকিস্তান বিরোধের মূল বিষয় এবং পাকিস্তান তার অবস্থান নরম করার কোনো পরিকল্পনা নেই।

তথ্যসূত্রঃ https://www.ndtv.com/world-news/kashmirs-only-relation-with-pakistan-is-vacation-of-illegally-occupied-territory-india-on-pak-army-chiefs-comments-8187288

মারিয়া

আরো পড়ুন  

×