
.
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ড স্থায়ীভাবে দখলের বিষয়ে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে জার্মানি। মূলত ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ গাজার তথাকথিত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করার কথা বলার পর জার্মানি ইসরাইলকে সতর্ক করে দিল। এমনকি গাজা ফিলিস্তিনিদের এলাকা বলেও মন্তব্য করেছে দেশটি। গাজা নিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের সাম্প্রতিক ঘোষণার পর জার্মানি সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে, তারা গাজার স্থায়ী দখল মেনে নেবে না। খবর আনাদোলু এজেন্সির। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ইতোমধ্যেই ৫১ হাজার ছাড়িয়ে গেছে।
অন্যদিকে কারাবন্দি দিবসে রামাল্লার রাজপথে নামলেন হাজারো ফিলিস্তিনি। হাতে প্রিয়জনের ছবি, হৃদয়ে শোক নিয়ে স্বজনদের মুক্তি দাবি করছেন তারা। তারা বলেন, ইসরাইলি কারাগারে শারীরিক-মানসিক নির্যাতনের ভয়াবহ খেলা চলছে। এদিকে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছে, ইসরাইলের দেওয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাব খতিয়ে দেখছে তারা। এরই মধ্যে গাজায় ইসরাইলি বর্বরতা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার বার্লিনে এক প্রেস ব্রিফিংয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিশ্চিয়ান ওয়াগনার বলেন, গাজা ফিলিস্তিনিদের অঞ্চল এবং জার্মান সরকার গাজার স্থায়ী দখল ও ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সেখান থেকে বিতাড়নের কৌশলকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। তিনি আরও বলেন, জার্মান পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে আলোচনার মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানে পৌঁছানো যাতে ফিলিস্তিনি ও ইসরাইলিরা পৃথক দুইটি রাষ্ট্রে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারে। এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে কয়েক ডজন ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারী (সেটলার) জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করেছে। ইহুদি সেটলাররা মসজিদ চত্বরে অনুপ্রবেশ করে ধর্মীয় আচার পালন করেন।
প্যানেল