ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শি-আনোয়ার দ্বিপক্ষীয় বৈঠক

চীন-মালয়েশিয়া ৩০ চুক্তি সই

প্রকাশিত: ২১:৪৪, ১৭ এপ্রিল ২০২৫

চীন-মালয়েশিয়া ৩০ চুক্তি সই

.

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৃহস্পতিবার দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক শেষে দুই নেতা ৩০টিরও বেশি সহযোগিতা চুক্তি সই করেন। এরপর যৌথ বিবৃতিতে তারা ঘোষণা দেন, চীন ও মালয়েশিয়া এখন কেবল বাণিজ্যিক নয়, কৌশলগতভাবে ভবিষ্যতের পথেও হাঁটবে একসঙ্গে। চীনা প্রেসিডেন্ট জানান, দুই দেশ মিলে ডিজিটাল, সবুজ ও নীল অর্থনীতির পাশাপাশি এআই প্রযুক্তিতে যৌথভাবে কাজ করবে। মালয়েশিয়ার বন্দরগুলোকে আঞ্চলিক বাণিজ্য হাবে রূপান্তর করাও এই সহযোগিতার লক্ষ্য। জিনপিংয়ের এই সফরের মধ্যদিয়ে চীন-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন হলো বলে মত বিশ্লেষকদের। খবর ইয়াহু নিউজের।
শি বলেন, ঐতিহাসিক সম্পর্ককে ভিত্তি করে গড়ে উঠেছে চীন-মালয়েশিয়ার বন্ধুত্ব। উচ্চপর্যায়ের কৌশলগত ভবিষ্যৎ অংশীদারিত্ব গড়তে তিনটি প্রস্তাব রাখেন প্রেসিডেন্ট শি। তিনি জানান, দুই দেশই আত্মনির্ভরশীলতা ও শক্তির পক্ষে এবং বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে। নিজেদের স্বার্থ অনুযায়ী উন্নয়নের পথ অনুসরণ করে যেন সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় একে অন্যকে দৃঢ়ভাবে সহায়তার কথা বলেন তিনি। এ ছাড়া উন্নয়ন সহযোগিতায় ঐক্য গড়ে উচ্চমানের অংশীদারিত্বের মডেল স্থাপন করা উচিত বলেও মনে করেন চীনা প্রেসিডেন্ট। দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে মালয়েশিয়ায় পৌঁছেই গুরুত্বপূর্ণ বার্তা দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

প্যানেল

আরো পড়ুন  

×