ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সম্প্রীতির ডাককে "দেশবিরোধী" বলে দাঙ্গায় উস্কানি দিচ্ছেন বিজেপি নেতা !

প্রকাশিত: ২১:৩৯, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৪০, ১৭ এপ্রিল ২০২৫

সম্প্রীতির ডাককে

ছবি: সংগৃহীত

মুর্শিদাবাদে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কলকাতার কাঁচড়াপাড়ায় এক জনসভায় তিনি হিন্দুদের আত্মরক্ষার্থে অস্ত্র রাখার আহ্বান জানান। তার ভাষায়, ‘‘হিন্দুরা বাড়িতে টিভি-ফ্রিজ রাখছে, কিন্তু আত্মরক্ষার জন্য একটিও হাতিয়ার নেই।’’

সভায় দিলীপ ঘোষ পূর্ববাংলা থেকে উদ্বাস্তু হয়ে আসা মানুষদের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘যারা সত্যিকারের হিন্দু ছিল, তারা ঘরবাড়ি ছেড়ে এপারে চলে এসেছিল। আমরা এ দেশে এসেছি শান্তিতে থাকতে, হিন্দু হিসেবে বাঁচতে। সেক্যুলার হতে চাইলে ওদেশেই থাকতাম।’’

তিনি অভিযোগ করেন, ‘‘আজ আবার বলা হচ্ছে মুর্শিদাবাদ ছাড়ো। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে।’’ উল্লেখযোগ্যভাবে তিনি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘তিন দিনে ৩০ হাজার হিন্দু নিহত হয়েছিল। আজকের পরিস্থিতিও তেমনই ভয়ানক।’’

এছাড়াও দিলীপ ঘোষ বলেন, ‘‘পুলিশ দিয়ে সবকিছু রক্ষা করা যাবে না। হিন্দুদের নিজেদের শক্তি সঞ্চয় করতে হবে। দুর্বলদের সঙ্গে ভগবানও থাকেন না।’’

সিদ্দিকুল্লা চৌধুরীর মন্তব্যকে ঘিরেও দিলীপ ঘোষ তীব্র প্রতিক্রিয়া জানান। পাশাপাশি ধর্মনিরপেক্ষতার সমালোচনা করে তিনি বলেন, ‘‘যে সম্প্রীতির কথা বলবে, সে হিন্দুদের শত্রু, দেশের শত্রু।’’

তিনি আরও অভিযোগ করেন, ওপার বাংলায় যেমন মন্দির ভাঙা হচ্ছে, এপারেও একই ঘটনা ঘটছে। ‘‘যেখানে ধর্মের ভিত্তিতে ঘরবাড়ি ছেড়ে এসেছি, সেখানে আজও আমাদের সম্প্রীতির গল্প শোনানো হচ্ছে,’’ মন্তব্য দিলীপ ঘোষের।

আসিফ

আরো পড়ুন  

×