
ছবি সংগৃহীত
গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বুধবার (মস্কো সময়) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “আপনি জানেন, আমরা কয়েক মাস আগে একটি চুক্তিতে পৌঁছেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে, ইসরায়েল সেই চুক্তি মানেনি।”
গাজা যুদ্ধ বন্ধে কাতার ছিল মধ্যস্থতাকারী প্রধান দেশগুলোর একটি। জানুয়ারিতে দীর্ঘ আলোচনার পর হামাস ও ইসরায়েল তিন ধাপের একটি যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হয়। কিন্তু ১৮ মার্চ ইসরায়েল পুনরায় গাজায় বোমা বর্ষণ শুরু করে এবং দাবি করে যে, হামাস তাদের সব বন্দিকে মুক্তি দেয়নি।
রাশিয়া সফরে থাকা কাতারের আমির বলেন, “এই আচরণ চুক্তির চরম লঙ্ঘন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।”
আশিক