ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টাইমের শীর্ষ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস-ট্রাম্প-মাস্ক, নেই কোনো ভারতীয়

প্রকাশিত: ১৮:৩৭, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৩৮, ১৭ এপ্রিল ২০২৫

টাইমের শীর্ষ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস-ট্রাম্প-মাস্ক, নেই কোনো ভারতীয়

ছবি: সংগৃহীত।

বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন সম্প্রতি প্রকাশ করেছে ২০২৫ সালের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা। এতে স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

তবে এবারের তালিকা থেকে বাদ পড়েছেন ভারতের কোনো নাগরিক। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এবারকার তালিকায় কোনো ভারতীয়কে অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও ২০২৪ সালের তালিকায় অভিনেত্রী আলিয়া ভাট ও অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিকের মতো ব্যক্তিত্বরা জায়গা করে নিয়েছিলেন।

টাইম ম্যাগাজিনের এই তালিকাটি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: ‘লিডার্স’, ‘আইকনস’, ‘টাইটানস’, ‘ইনোভেটরস’। ড. ইউনূস, ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য বিশ্বনেতারা লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।

টাইম ম্যাগাজিনের এই তালিকা প্রতি বছর বিশ্বজুড়ে আলোচিত ব্যক্তিদের স্বীকৃতি দিয়ে থাকে, যারা রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি, খেলাধুলা ও মানবিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
 

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×