ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হার্ভার্ড একটি তামাশার জায়গা, এটি ঘৃণা ও মূর্খতা শেখায়: ট্রাম্প

প্রকাশিত: ১৮:২২, ১৭ এপ্রিল ২০২৫

হার্ভার্ড একটি তামাশার জায়গা, এটি ঘৃণা ও মূর্খতা শেখায়: ট্রাম্প

ছবি: সংগৃহীত।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘তামাশা’ আখ্যা দিয়ে বলেছেন, এটি ঘৃণা ও মূর্খতা শেখায়। বুধবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এসব মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, বাইরের রাজনৈতিক তদারকি গ্রহণে অনীহার কারণে হার্ভার্ডের কেন্দ্রীয় গবেষণা তহবিল বাতিল করা উচিত। তিনি আরও উল্লেখ করেন, এই বিশ্ববিদ্যালয় এখন আর সম্মানজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতে পারে না। তাই একে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর তালিকা থেকেও বাদ দেওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ রাজস্ব সংস্থা (IRS)-কে অনুরোধ জানিয়েছে যাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কর-ছাড় সুবিধা বাতিল করা হয়। এর আগেই ট্রাম্প এই সুবিধা বাতিলের হুমকি দিয়েছিলেন।

ট্রাম্পের ভাষ্য, “হার্ভার্ডকে আর কোনো কেন্দ্রীয় তহবিল দেওয়া উচিত হবে না।” এ সপ্তাহে তিনি বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দকৃত ২২০ কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, হার্ভার্ড পিছু না হটলে তারা অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কর-ছাড় সুবিধা হারাবে।
 

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×