
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থানরত কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট (কর্মসংস্থান অনুমতি) পাওয়ার সহজ ও দ্রুত চারটি ধাপ ঘোষণা করেছে দেশটির মানব সম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয় (MOHRE)।
এই সুবিধাটি শুধুমাত্র নিয়োগকর্তাদের জন্য, এবং তারা বিদেশ থেকে শ্রমিক নিয়োগে আগ্রহী হলে এই সেবার আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই প্রক্রিয়া তুলে ধরেছে।
যে চার ধাপে মিলবে অনুমতি:
১. ইউএই পাস (ডিজিটাল আইডি) ব্যবহার করে লগইন করতে হবে।
২. নির্ধারিত চ্যানেলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
৩. আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হবে।
৪. প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পূর্ণ হলে অনুমতি প্রদান করা হবে।
কোনো তথ্য বা কাগজপত্র অসম্পূর্ণ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানো হবে ফাইলটি সম্পূর্ণ করতে। সব শর্ত পূরণ হলে নির্ধারিত ফি ও জামানত/ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে এবং কর্মীর স্বাক্ষরযুক্ত চাকরির অফারপত্র সংযুক্ত করলেই অনুমতি দেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
- হোয়াইট ব্যাকগ্রাউন্ডসহ পরিষ্কার রঙিন ছবি
- কমপক্ষে ছয় মাসের মেয়াদসহ পাসপোর্টের কপি
- নিয়োগকর্তা ও কর্মীর স্বাক্ষরিত সরকারি চাকরির অফার ফর্ম
- দক্ষ শ্রমিকদের জন্য অতিরিক্ত প্রয়োজন:
- শিক্ষাগত যোগ্যতার সনদ (পরিষ্কার, নামসহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা প্রমাণীকৃত)
- স্কিল লেভেল ১ ও ২: বিশ্ববিদ্যালয় ডিগ্রি
- স্কিল লেভেল ৩ ও ৪: ডিপ্লোমা বা সমমান
- স্কিল লেভেল ৫: উচ্চ মাধ্যমিক
- স্কিল লেভেল ৬–৯: সনদ প্রয়োজন নেই
মন্তব্য: মাসিক বেতন ৪ হাজার দিরহামের নিচে হলে প্রয়োজনীয় সার্টিফিকেট থাকলেও শ্রমিককে “দক্ষ” হিসেবে বিবেচনা করা হবে না।
প্রযোজ্য পেশার জন্য লাইসেন্স:
চিকিৎসক: স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের লাইসেন্স
শিক্ষক: শিক্ষা মন্ত্রণালয়, KHDA (দুবাই), ADEK (আবুধাবি), বা শারজাহ শিক্ষা পরিষদ
ক্রীড়া প্রশিক্ষক: যুব ও ক্রীড়া কর্তৃপক্ষ
আইনজীবী: বিচার মন্ত্রণালয়ের লাইসেন্স
নির্দিষ্ট দেশের জন্য জাতীয় পরিচয়পত্র:
পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও ইরান—এইসব দেশের শ্রমিকদের জন্য মাতৃভূমির বৈধ জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে, যাতে উভয় পাশে পরিষ্কার তথ্য দেখা যায়।
শর্তাবলি:
প্রতিষ্ঠানের বৈধ কোটা-সংক্রান্ত অনুমোদন থাকতে হবে
কর্মীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে
নির্দিষ্ট পেশা বা লাইসেন্স প্রয়োজন এমন পদে আবেদনের জন্য কর্মীকে আইনি যোগ্যতা থাকতে হবে
প্রতিষ্ঠানের বাণিজ্য লাইসেন্স বৈধ থাকতে হবে এবং কোনো আইনভঙ্গজনিত কারণে সাসপেনশন থাকা চলবে না
আবেদনকারীকে প্রতিষ্ঠানের পক্ষে আইনগতভাবে স্বাক্ষরদানের অনুমতি থাকতে হবে
আবেদনকারী কর্মীর পূর্বে কোনো সক্রিয় ওয়ার্ক পারমিট থাকা চলবে না
পরিবর্তনের সুযোগ:
জাতীয়তা পরিবর্তনের ভিত্তিতে (যদি একই পদের শিরোনাম ও লিঙ্গ অপরিবর্তিত থাকে) ছয় মাসের মধ্যে সর্বোচ্চ দুটি ওয়ার্ক পারমিট প্রতিস্থাপন করা যাবে। এক্ষেত্রে পূর্ববর্তী কর্মীর এন্ট্রি পারমিট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিস্টেমে বাতিল করতে হবে।
এই প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতের বাইরে থেকেও এখন দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োগ সহজতর হলো, যা নিয়োগদাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
শহীদ