ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হামাসকে ধন্যবাদ দিলেন পুতিন, তোপে নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্র!

প্রকাশিত: ১৭:২৭, ১৭ এপ্রিল ২০২৫

হামাসকে ধন্যবাদ দিলেন পুতিন, তোপে নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্র!

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে রুশ নাগরিক আলেক্সান্দার ত্রুফানভকে মুক্তির জন্য হামাসকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৩ ঘণ্টা আগে) মস্কোর ক্রেমলিনে ত্রুফানভ ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন।

সাক্ষাতে পুতিন বলেন, “আমরা হামাসের রাজনৈতিক নেতৃত্বের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছে এবং একটি মানবিক কাজ করেছে। আপনাকে মুক্তি দিয়েছে।" 

ত্রুফানভের মা এলেনা ও বাগদত্তা সাপির কোহেন, যারা পূর্বে হামাসের হাতে আটক ছিলেন তাদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুতিন।

এদিকে এই ঘটনাটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপরীতে এক ভিন্ন বাস্তবতা তুলে ধরেছে।

ইসরায়েলি ও মার্কিন প্রশাসনের দাবি ছিল, হামাস নাকি বন্দিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। কিন্তু কয়েকজন মুক্তিপ্রাপ্ত বন্দি সেই দাবি উল্টো করে দিয়েছেন।

সম্প্রতি ইসলামিক জিহাদ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলি-জার্মান বন্দি রম ব্রাসলাভস্কি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন। ভিডিওতে তিনি বলেন, “আপনি কোথায়? আমাদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি তো পূরণ করলেন না।”

এর আগে ইসরায়েলি-মার্কিন নাগরিক এদান আলেকজান্ডার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। তিনি বলেন, “হামাস কয়েক সপ্তাহ আগে আমাকে ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু নেতানিয়াহু চুক্তি প্রত্যাখ্যান করে যুদ্ধ আবার শুরু করলেন।” সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

আশিক

আরো পড়ুন  

×