
ছবিঃ সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার জানিয়েছেন, গাজা থেকে আটক ব্যক্তিদের মুক্ত করতে রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
ক্রেমলিনে সম্প্রতি হামাসের বন্দিদশা থেকে মুক্ত হওয়া রুশ নাগরিক আলেক্সান্দার ত্রুফানোভ ও তার পরিবারের সঙ্গে সাক্ষাতে পুতিন বলেন, ত্রুফানোভের মুক্তি সম্ভব হয়েছে ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে।
পুতিন বলেন, “আমরা আমাদের পক্ষ থেকে সবকিছু করব যাতে এই ধরনের সাফল্য বারবার ফিরে আসে এবং যারা এখনো একইরকম কষ্টে আছেন, তারাও মুক্তি পান।”
তিনি হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই মানবিক কাজটি করার জন্য হামাসের রাজনৈতিক নেতৃত্বকে ধন্যবাদ জানানো উচিত। তুমি মুক্ত হয়েছো—এটা একটা বড় বিষয়। আমি তোমাকে অভিনন্দন জানাই।”
এই প্রসঙ্গে পুতিন কোনো রাজনৈতিক মন্তব্য না করে শুধু মানবিক দৃষ্টিকোণ থেকেই কথা বলেন।
মারিয়া