ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মমতা বন্দ্যোপাধ্যায়

‘আপনি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না’

প্রকাশিত: ১৪:৪৩, ১৭ এপ্রিল ২০২৫

‘আপনি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না’

ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আপনি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না। মোদীজির প্রধানমন্ত্রিত্ব গেলে আপনার কী হবে? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে।’’ সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, ‘‘আমি মোদীজিকে অনুরোধ করছি, ওই লোকটাকে নিয়ন্ত্রণ করুন। একটা লোকের হাতে সব এজেন্সি। যেমন পারছে ব্যবহার করছে।’’

গতকাল বুধবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ইমাম-মুয়াজ্জিনদের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “বাংলাদেশের পরিস্থিতি আপনি জানেন না? এত তাড়াহুড়ো করার কী দরকার ছিল?” তিনি অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গ তো বাংলাদেশের সীমান্তঘেঁষা রাজ্য। আপনি ইউনূসের (বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) সঙ্গে গোপনে চুক্তি করছেন। দেশের ভালো হলে করতেই পারেন, কিন্তু বিষয়টা পরিস্কার নয়।”

মুসলিমদের উদ্দেশে মমতা বলেন, ‘‘এক বছর ধৈর্য ধরুন। দিল্লিতে অনেক পরিবর্তন হবে। নতুন সরকার হলে আশা করি হামাগুড়িবাবু ঢুকবেন না।’’

উল্লেখ্য, গত ২ এপ্রিল ভারতের লোকসভায় এবং ৩ এপ্রিল রাজ্যসভায় সংশোধিত ওয়াক্ফ বিল পাস হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মাধ্যমে ৫ এপ্রিল এটি আইনে পরিণত হয় এবং কার্যকর হয় ৮ এপ্রিল। এই আইনের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম সম্প্রদায় ও বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলো ব্যাপক বিক্ষোভ শুরু করে। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ, নদীয়া জেলায় পরিস্থিতি সহিংস রূপ নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সূত্র: আনন্দবাজার

ফারুক

×