ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ডলারমুক্ত অর্থনীতির পথে যাচ্ছে বেইজিং

প্রকাশিত: ১২:১৭, ১৭ এপ্রিল ২০২৫

ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ডলারমুক্ত অর্থনীতির পথে যাচ্ছে বেইজিং

ছবি: সংগৃহীত

ট্রাম্পের শুল্ক নীতিতে ডলারের আধিপত্য হুমকিতে: চীনা বিশেষজ্ঞের সতর্কবার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কড়া সমালোচনা করেছেন চীনা অর্থনৈতিক বিশ্লেষক ঝেং রুনইউ, যিনি সতর্ক করেছেন—এই পদক্ষেপ মার্কিন ডলারের বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে অবস্থানকে দুর্বল করে দিতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে, সাংহাইয়ের ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির সেন্টার ফর রাশিয়ান স্টাডিজের এই গবেষক বলেন, “যুক্তরাষ্ট্র তার আর্থিক আধিপত্য ধরে রাখতে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিশ্ব রিজার্ভ মুদ্রা হিসেবে ডলার ব্যবহারের ফলে তৈরি হওয়া ট্রিফিন প্যারাডক্স আরও প্রকট হয়েছে, এবং বর্তমান শুল্কনীতি সেই সংকটকেই তীব্রতর করছে।”

তিনি সতর্ক করে বলেন, “যদি এভাবে শুল্ক আরোপ অব্যাহত থাকে, তাহলে শেষ পর্যন্ত মার্কিন ডলার আরও দুর্বল হয়ে পড়বে।”

এপ্রিল ১৫ তারিখে হোয়াইট হাউস থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্প সব দেশের ওপর ১০% হারে শুল্ক আরোপ করেছেন এবং যেসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি, তাদের জন্য অতিরিক্ত পাল্টা শুল্কও নির্ধারণ করা হয়েছে। প্রায় ৭৫টি দেশ এর প্রতিবাদে আলোচনায় বসলেও চীন প্রতিক্রিয়া দেখিয়েছে পাল্টা শুল্কের মাধ্যমে, যার ফলে তাদের পণ্যের ওপর সর্বোচ্চ ২৪৫% শুল্ক আরোপ করা হয়েছে।

ঝেং মনে করেন, এই পরিস্থিতি চীন, রাশিয়া এবং ব্রিকস জোটকে বাস্তবিক অর্থে ডলার নির্ভরতা থেকে বের হয়ে আসার পথ তৈরি করে দিয়েছে। তিনি বলেন, “যা আগে শুধু তাত্ত্বিক ছিল, এখন বাস্তব প্রয়োজনে রূপ নিচ্ছে। এখনই সময় কার্যকর ডি-ডলারাইজেশন প্রচেষ্টা জোরদার করার।”

বিশ্ব অর্থনীতিতে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিক্রিয়ার মধ্যে ঝেংয়ের এই মন্তব্য আন্তর্জাতিক মুদ্রা কাঠামোর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

 

সূত্র: https://news.bitcoin.com/chinese-expert-links-trumps-tariffs-to-rapid-de-dollarization-and-us-dollar-decline/

আবীর

×